বাসস বিদেশ-১ : নিউজিল্যান্ডে মসজিদে হামলায় নিহত ২ ফুটবলারকে দাফন

305

বাসস বিদেশ-১
নিউজিল্যান্ড-মসজিদ-হামলা
নিউজিল্যান্ডে মসজিদে হামলায় নিহত ২ ফুটবলারকে দাফন
ক্রাইস্টচার্চ (নিউজিল্যান্ড), ২১ মার্চ, ২০১৯ (বাসস ডেস্ক) : নিউজিল্যান্ডে দু’টি মসজিদে হামলায় নিহত দুই ফুটবল প্রেমীর দাফন বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। এদের একজন কিশোর ফুটবলার। সে ম্যানচেষ্টার ইউনাইটেডের হয়ে প্রতিপক্ষকে গোল দেয়ার স্বপ্ন দেখতেন। খবর এএফপি’র।
অমুসলিম ও অনেক স্কুল শিক্ষার্থীসহ কয়েকশ শোকাহত মানুষ ১৪ বছর বয়সী সায়াদ মিলন ও ২৪ বছর বয়সী তারিক ওমরকে চিরবিদায় জানাতে এসেছিলেন।
গত শুক্রবারের বর্বর ওই হামলায় ৫০ জন মুসলিম নিহত হন।
সায়াদের বাবা জন মিলন বলেন, আল-নূর মসজিদে নামাজ পড়ার সময় তার ছেলেকে হত্যা করা হয়।
মিলন বৃহস্পতিবার জানাজা দাফনের সময় উপস্থিত ছিলেন।
এরআগে তিনি তার ছেলেকে ‘একজন সুন্দর কিশোর’ ও ‘আমার বিশেষ ছোট্ট ছেলে’ বলে আখ্যায়িত করেন।
সায়াদ ইংল্যান্ডের উত্তরাঞ্চলীয় এ ফুটবল ক্লাবের পক্ষে খেলার স্বপ্ন দেখতেন।
কাশমেরে হাই স্কুল থেকে অনেকে জানাজা ও দাফন অনুষ্ঠানে আসেন। সায়াদ ও মসজিদে নিহত অপর মুসলিম হামজা মুস্তাফা এই স্কুলে পড়তেন। হামজা সিরীয় শরণার্থী ছিলেন। তাকে বুধবার দাফন করা হয়।
ওমর জুনিয়র ফুটবল দলের কোচ ছিলেন।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, আল নূর মসজিদে ওই হামলায় সে নিহত হন। তার মা হামলার সময় পার্কিং স্থানে লুকিয়ে থাকায় প্রাণে বেঁচে যান।
কাশমের স্কুলের ছাত্র বেইলেই জর্ডান (১৫) বলেন, ‘তাকে সবাই চিনত।’
সে আরো বলেন, ‘এটা আমাদের সবার জন্য অত্যন্ত কষ্টকর সময়।’
ক্রাইস্টচার্চ ইউনাইটেড অ্যাকাডেমির পরিচালক কোলিন উইলিয়ামসন ওমরকে ‘মহৎ হৃদয়ের একজন সুন্দর মানুষ’ হিসেবে অভিহিত করে বলেন, ‘তিনি কোচিংয়ের ব্যাপারে অনেক আন্তরিক ছিলেন।
বাসস/ কেএআর/১০০/এমএজেড