বাসস ক্রীড়া-১৪ : শিরোপা ছাড়া অন্য কিছুতে সন্তুষ্ট নয় ইংল্যান্ড

389

বাসস ক্রীড়া-১৪
ফুটবল-বিশ্বকাপ-ইংল্যান্ড
শিরোপা ছাড়া অন্য কিছুতে সন্তুষ্ট নয় ইংল্যান্ড
লন্ডন, ৬ জুন ২০১৮ (বাসস/এএফপি) : আসন্ন রাশিয়া বিশ্বকাপে ইংল্যান্ড শিরোপা ছাড়া অন্য কিছুতে সন্তুষ্ট হবে না মন্তব্য করেছেন থ্রি লায়ন্সদের ফুটবল তারকা রাহিম স্টারলিং ও ডেলে আলী। যদিও সর্বশেষ আসরগুলোতে খুব বেশি ভাল করতে পারেনি ইংলিশরা।
১৯৬৬ বিশ্বকাপ শিরোপার পর দীর্ঘ ৫২ বছরের ইতিহাসে বড় কোন শিরোপা জয়ে ব্যর্থ ইংলিশরা কোচ সাউথ গেটের অধীনে ওই খড়া দূর করার লক্ষ্যে আগামী সপ্তাহে যাত্রা করবে দলটি ।
চার বছর আগে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়া এবং ২০১৬ সালের ইউরো টুর্নামেন্টে শেষ ষোলর লড়াইয়ে আইসল্যান্ডের কাছে পরাজিত ইংলিশ দলের সদস্য ছিলেন স্টারলিং। তারপরও দল কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছাতে পারলে সন্তুষ্ঠ থাকার বিষয়টি মানতে রাজি নন ম্যানচেস্টার সিটির এই উইঙ্গার। তিনি বলেন, ‘ না, এতে আমি খুশি হতে চাই না। কারণ আমরা শিরোপা জিততে চাই। আমি আমার জীবনের চার পাঁচ ছয় সপ্তাহ ব্যয় করে বলতে চাইনা দেখা যাক কি হয়, বা অন্তত পক্ষে শেষ ষোল।’
টটেনহ্যাম হটস্পার্সের মিডফিল্ডার ডেলে আলী মনে করেন, ‘তাদের তারুণ্য নির্ভর স্কোয়াডের সীমানা আকাশ সমান।’ তিনি বলেন, ‘আমাদের রয়েছে তারুণ্য নির্ভর , ক্ষুধার্থ এবং শ্রেষ্ঠত্ব অর্জনে মরিয়া একটি দল। কাঁধে কাঁধ মিলিয়ে একাতবদ্ধ হয়ে আমরা দেশের জন্য অসাধারণ কিছু অর্জন করতে চাই। আমি কোন সিমাবদ্ধতায় বিশ্বাস করিনা। সীমানা আকাশ পর্যন্ত।’
বাসস/এএফপি/এমএইচসি/১৯৫৫/মোজা /স্বব