বাসস দেশ-৫৪ : বিডা নির্বাহী চেয়ারম্যানের সাথে আইসিএবি প্রেসিডেন্টের সাক্ষাৎ

562

বাসস দেশ-৫৪
বিডা-আইসিএবি
বিডা নির্বাহী চেয়ারম্যানের সাথে আইসিএবি প্রেসিডেন্টের সাক্ষাৎ
ঢাকা, ১৯ মার্চ, ২০১৯ (বাসস) : বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলামের সাথে আজ তার কার্যালয়ে ‘দ্য ইনস্টিটিউট অভ্ চার্টার্ড একাউন্টস অভ্ বাংলাদেশ (আইসিএবি)’-এর প্রেসিডেন্ট এ এফ নেসারুদ্দিন এফসিএ-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেন।
এ এফ নেসারুদ্দিন বলেন, ‘বর্তমানে বাংলাদেশ হিসাব রক্ষণ ও নিরীক্ষার ক্ষেত্রে পেশাদারিত্ব অর্জন করেছে। তাই বিদেশী পেশাদারের ওপর থেকে নির্ভরতা কমিয়ে দেশী পেশাদারদের ওপর আস্থা রাখতে হবে।’ এ ব্যাপারে তিনি বিডা নির্বাহী চেয়ারম্যানের পরামর্শ ও সহযোগিতা চান।
সহযোগিতার আশ্বাস দিয়ে বিডা চেয়ারম্যান কাজী আমিনুল ইসলাম বলেন, ‘পেশাদারী সংগঠন হিসেবে আইসিএবি একটি নির্ভরযোগ্য মানদন্ড তৈরি করেছে।’ আইসিএবি বিজ্ঞানভিত্তিক ব্যাপারে বিডাকে সাহায্য করতে পারে বলে নির্বাহী চেয়ারম্যান মত প্রকাশ করেন। বৈঠকে ইজ অভ্ ডুইং বিজনেস-এর ক্ষেত্রে বিডা ও আইসিএবি একসাথে কাজ করার সম্ভাব্যতার বিষয়েও আলোচনা হয়।
বাসস/তবি/এমএন/২১৪৫/-এমকে