বাজিস-১ : নওগাঁয় ৪ হাজার ৫শ’ ৫৬ মেট্রিক টন খাদ্যশস্য বিতরণ কার্যক্রম চলছে

263

বাজিস-১
নওগাঁ-খাদ্যশস্য
নওগাঁয় ৪ হাজার ৫শ’ ৫৬ মেট্রিক টন খাদ্যশস্য বিতরণ কার্যক্রম চলছে
নওগাঁ, ১৯ মার্চ, ২০১৯ (বাসস) : ভিজিডি কর্মসূচির আওতায় নওগাঁ জেলার ৯৯টি ইউনিয়নে চলতি ২০১৯ সালের ৬ মাসে ২৫ হাজার ৩শ ১৫ জন উপকারভোগীর মধ্যে ৪ হাজার ৫শ ৫৬ দশমিক ৭০ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ করা হয়েছে যা বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। এ ভিজিডি বিতরণ কার্যক্রম পরিচালনার জন্য পরিবহন বাবদ ১৩ লক্ষ ৬৭ হাজার ৭০ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে বাস্তবায়িত ভিজিডি কর্মসূচির আওতায় ২০১৮-১৯ অর্থ বছরের বাজেট থেকে ২০১৯-২০ ভিজিডি চক্রের আওতায় জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ের জন্য এ বরাদ্দ দেয়া হয়েছে।
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইশরাত জাহান জানিয়েছেন, বরাদ্দকৃত খাদ্যশস্য সংযুক্ত এনজিওসমূহের মাধ্যমে ইউনিয়ন পরিষদের প্রত্যক্ষ তদারকিতে এ ভিজিডি বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে চলমান রয়েছে।
উপজেলা ভিত্তিক ভিজিডি বিতরণের পরিমাণ হচ্ছে আত্রাই উপজেলার ৮টি ইউনিয়নে মোট ২ হাজার ৭৪ জনের বিপরীতে ৩৭৩ দশমিক ৩২ মেট্রিকটন খাদ্যশস্য ও পরিবহন খরচ বাবদ ১ লক্ষ ১১ হাজার ৯শ ৯৬ টাকা। বদলগাছি উপজেলার ৮টি ইউনিয়নে ১ হাজার ৯শ ১‘২ জনের বিপরীতে ৩৪৪ দশমিক ১৬ মেট্রিকটন খাদ্যশষ্য ও পরিবহন খরচ বাবদ ১ লক্ষ ৩ হাজার ২শ ৪৮ টাকা। ধামইরহাট উপজেলার ৮টি ইউনিয়নে ১ হ্জাার ৯শ ১২ জনের বিপরীতে ৩৪৪ দশমিক ১৬ মেট্রিকটন খাদ্যশস্য ও পরিবহন খরচ বাবদ ১ লক্ষ ৩ হাজার ২শ ৪৮ টাকা। মান্দা উপজেলার ১৪টি ইউনিয়নে ২ হাজার ১শ ৯১ জনের বিপরীতে ৩৯৪ দশমিক ৩৮ মেট্রিকটন খাদ্যশস্য ও পরিবহন খরচ বাবদ ১ লক্ষ ১৮ হাজার ৩শ ১৪ টাকা,ৎ। মহাদেবপুর উপজেলায় ১০টি ইউনিয়নে ২ হাজার ১৩ জনের বিপরীতে ৩৬২ দশমিক ৩৪ মেট্রিকটন খাদ্যশস্য ও পরিবহন খরচ বাবদ ১ লক্ষ ৮ হাজার ৭শ ২ টাকা। নওগাঁ সদর উপজেলায় ১২টি ইউনিয়নে ২ হাজার ২শ ৯৮ জনের বিপরীতে ৪১৩ দশমিক ৬৪ মেট্রিকটন খাদ্যশস্য ও পরিবহন খরচ বাবদ ১ লক্ষ ২৪ হাজার ৯২ টাকা। নিয়ামতপুর উপজেলার ৮টি ইউনিয়নে ২ হাজার ৪শ ৪৬ জনের বিপরীতে ৪৪০ দশমিক ২৮ মেট্রিকটন খাদ্যশস্য ও পরিবহন খরচ বাবদ ১ লাখ ৩২ হাজার ৮৪ টাকা। পতœীতলা উপজেলায় ১১টি ইউনিয়নে ২ হাজার ২শ ১৪ জনের বিপরীতে ৩৯৮ দশমিক ৫২ মেট্রিকটন খাদ্যশস্য ও পরিবহন খরচ বাবদ ১ লক্ষ ১৯ হাজার ৫শ ৫৬ টাকা। পোরশা উপজেলার ৬টি ইউনিয়নে ৩ হাজার ২শ ৭৫ জনের বিপরীতে ৫৮৯ দশমিক ৫০ মেট্রিকটন খাদ্যশস্য ও পরিবহন খরচ বাবদ ১ লক্ষ ৭৬ হাজার ৮শ ৫০ টাকা। রানীননগর উপজেলার ৮টি ইউনিয়নে ২ হাজার ৫২ জনের বিপরীতে ৩৬৯ দশমিক ৩৬ মেট্রিকটন খাদ্যশস্য ও পরিবহন খরচ বাবদ ১ লক্ষ ১০ হাজার ৮শ ৮ টাকা ও সাপাহার উপজেলার ৬টি ইউনিয়নে ২ হাজার ৯শ ২৮ জনের বিপরীতে ৫২৭ দশমিক ০৪ মেট্রিকটন খাদ্যশস্য ও পরিবহন খরচ বাবদ ১ লক্ষ ৫৮ হাজার ১শ ১২ টাকা বরাদ্দ দেয়া হয়ে।
বাসস/সংবাদদাতা/আহো/১০২০/নূসী