বাসস দেশ-২৫ : নবম ওয়েজবোর্ড বাস্তবায়নের দাবিতে সাংবাদিকদের সোচ্চার হতে হবে

319

বাসস দেশ-২৫
গাজীপুর-প্রেসক্লাব-সাধারণ সভা অনুষ্ঠিত
নবম ওয়েজবোর্ড বাস্তবায়নের দাবিতে সাংবাদিকদের সোচ্চার হতে হবে
গাজীপুর, ১৬ মার্চ, ২০১৯ (বাসস) : সংবাদপত্র ও সংবাদ সংস্থার কর্মীদের জন্য গঠিত নবম ওয়েজবোর্ড বাস্তবায়নের দাবিতে সাংবাদিকদের আরো সোচ্চার হওয়ার এবং নবম ওয়েজবোর্ড অনুযায়ী সব গণমাধ্যমে মহার্ঘ ভাতা কার্যকর করার জন্যও সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানানো হয়েছে।
আজ গাজীপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভায় এই আহবান জানানো হয়।
গাজীপুর প্রেসক্লাবের সভাপতি খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও দৈনিক গণমুখ সম্পাদক অধ্যাপক আমজাদ হোসেন, গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল আহমদ সরকার ও নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাহিম সরকার বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন ও তা অনুমোদন করা হয়।
সভায় সাংবাদিকরা অবিলম্বে নবম ওয়েজবোর্ড বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।
বাসস/সংবাদদদাতা/এমএআর/২০১৬/জেহক