স্পিকারের সাথে মরক্কোর ডিপ্লোমেটিক ফাউন্ডেশনের কিং হাসান এর সাক্ষাৎ

368

ঢাকা, ১৬ মার্চ, ২০১৯ (বাসস) : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী’র সাথে মরক্কোর ডিপ্লোমেটিক ফাউন্ডেশনের কিং হাসান মরক্কোর রাবাতে এর বাংলাদেশ হাউজে সৌজন্য সাক্ষাৎ করেন।
শুক্রবার সাক্ষাতকালে তাঁরা দু’দেশের সংসদীয় গণতন্ত্র, বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন এবং দ্বিপাক্ষিক বাণিজ্যের প্রসার নিয়ে আলোচনা করেন।
ড.শিরীন শারমিন মরক্কোর সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে উল্লে¬খ করে বলেন, বাংলাদেশে এখন বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ রয়েছে। সরকার সারাদেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন করেছে।ভবিষ্যতে এ সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
এসময় তিনি এ সকল অর্থনৈতিক অঞ্চলে মরক্কোর ব্যবসায়ীদের বিনিয়োগের আসারও আহবান জানান।
কিং হাসান তৃতীয়বারের মতো স্পিকার নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়ে বলেন,বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে।বাণিজ্য প্রসারে মরক্কোর ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ করবেন।
সাক্ষাৎকালে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম,সৈয়দা জাকিয়া নূর এবং জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমদ খান উপস্থিত ছিলেন।