বাসস দেশ-২৬ : ঘোষণা ছাড়া পিস্তল বহন করায় বিমানবন্দরে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

291

বাসস দেশ-২৬
চেয়ারম্যান-গ্রেফতার
ঘোষণা ছাড়া পিস্তল বহন করায় বিমানবন্দরে ইউপি চেয়ারম্যান গ্রেফতার
ঢাকা, ১১ মার্চ, ২০১৯ (বাসস) : পূর্ব ঘোষণা ছাড়াই পিস্তল বহনের অভিযোগে মোহাম্মদ মাসুদ চৌধুরী নামে এক ব্যক্তিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, মাসুদ চৌধুরী ঢাকা থেকে যশোরগামী নভো এয়ারের একটি বিমানের যাত্রী ছিলেন।
আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, ‘বিকাল সাড়ে ৪ টায় মাসুদ চৌধুরী যশোরে যাওয়ার উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। অভ্যন্তরীণ টার্মিনালে ঢোকার সময় চেকিং পয়েন্টে পৌঁছালে তার হ্যান্ড ব্যাগ স্ক্যান করার সময় বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা স্ক্যানিং মেশিনে একটি পিস্তলসহ ৭ রাউন্ড গুলি সনাক্ত করেন।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিমানবন্দরের নিরাপত্তা কর্মীদের জিজ্ঞাসাবাদে মাসুদ চৌধুরী জানান, তিনি যশোরের চৌগাছার ফুলসাহারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিমান বন্দর কতৃপক্ষ পূর্ব ঘোষণা ছাড়া অবৈধভাবে পিস্তল ও গুলি হ্যান্ড ব্যাগে বহনের অপরাধে মোহাম্মদ মাসুদ চৌধুরীকে পুলিশে সোপর্দ করেছে।
বিমানবন্দর সমূহের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ইতিপূর্বে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সকল যাত্রীকে পূর্ব ঘোষণা ছাড়া অস্ত্র বহন না করার জন্য অনুরোধ জানিয়েছিল।
বাসস/সবি/বিকেডি/১৯৫৩/এএএ