আন্তর্জাতিক ক্রিকেটে রশিদের ২শ’ উইকেট

332

দেরাদুন, ১১ মার্চ ২০১৯ (বাসস) : আন্তর্জাতিক ক্রিকেটে দুইশ’ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান। গত রাতে শেষ ওয়ানডেতে জয় পাওয়া আয়ারল্যান্ডের বিপক্ষে বল হাতে জ্বলে উঠতে পারেননি আন্তর্জাতিক ক্রিকেটের এ নতুন শেনসেশন ১০ ওভার হাত ঘুড়িয়ে ৪১ রানে কেবলমাত্র পল স্টর্লিং এর উইকেট নেন তিনি। তবে এর মাধ্যমেই আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফর্মেট মিলিয়ে দুইশ’ উইকেটের অনন্য মাইলফলক স্পর্শ করেছেন ২০ বছর বয়সী
জিম্বাবুয়ের বিপক্ষে ২০১৫ সালে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে রশিদের। এরপর টি-২০ অভিষেকও ঘটে তার। সাদা বলের দুই ফরম্যাটে অভিষেকের পর থেকে বল হাতে চমক দেখিয়ে যাচ্ছেন রশিদ। যেকোন কন্ডিশনেই উইকেট শিকারে পারদর্শীতা দেখান এই স্পিনার। তাই ৯৬ ম্যাচেই ২০০ উইকেট শিকার করলেন রশিদ।
এখন পর্যন্ত ৫৭ ওয়ানডেতে ১২৩টি ও ৩৮টি-২০তে ৭৫ উইকেট শিকার করছেন রশিদ। ক্রিকেট ক্যারিয়ারে আজ অবধি মাত্র ১টি টেস্ট খেলেছেন তিনি। গেল জুলাইয়ে আফগানিস্তানের অভিষেক টেস্টে ভারতের বিপক্ষে ১৫৪ রানে ২ উইকেট শিকার করেন রশিদ।