দেশের অর্থনৈতিক চালিকা শক্তি সচল রাখতে নৌ-পথকে সচল রাখতে হবে : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

334

পটুয়াখালী, ৮ মার্চ, ২০১৯ (বাসস) : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের অর্থনৈতিক চালিকা শক্তি সচল রাখতে হলে নৌ-পথকে সচল রাখতে হবে। শুধু তৃতীয় সমুদ্রবন্দর নয়, দেশে আরও সমুদ্রবন্দর নির্মাণের উদ্যোগ নেয়া হবে।
আজ দুপুরে দেশের তৃতীয় সমুদ্রবন্দর পায়রা পরিদর্শন শেষে খালিদ মাহমুদ চৌধুরী সাংবাদিকদের এসব কথা বলেন।
নৌ-পরিবহন প্রতিমন্ত্রী আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যার সাথে সাথে দেশের নদীগুলোকেও হত্যা করা হয়েছিলো, আর ক্ষমতায় টিকে থাকতে একটি মহল দখল শুরু করেছিল। যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবর্তন করেছেন। ক্ষমতার জন্য নয়, উন্নয়নের রাজনীতি করে আওয়ামী লীগ।
তিনি বন্দরের উন্নয়ন কাজে সন্তোষ প্রকাশ করে বলেন, পায়রা বন্দরকে কেন্দ্র করেই দক্ষিণাঞ্চলের উন্নয়ন করা হবে। এ উন্নয়নের সুফল দেশের উত্তর অঞ্চলের মানুষও ভোগ করবে।
প্রতিমন্ত্রী পরে বন্দর এলাকায় বৃক্ষরোপণ করেন। এ সময় পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মহিব ও আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেনসহ জেলা ও উপজেলা প্রশসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।