বাসস বিদেশ-২ : রকেট উৎক্ষেপণ কেন্দ্রের পুনঃনির্মাণ কার্যক্রম চালালেও উ. কোরিয়ার নিরস্ত্রীকরণ প্রশ্নে ইতিবাচক যুক্তরাষ্ট্র

305

বাসস বিদেশ-২
উ. কোরিয়া-যুক্তরাষ্ট্র-কূটনীতি
রকেট উৎক্ষেপণ কেন্দ্রের পুনঃনির্মাণ কার্যক্রম চালালেও উ. কোরিয়ার নিরস্ত্রীকরণ প্রশ্নে ইতিবাচক যুক্তরাষ্ট্র
ওয়াশিংটন, ৮ মার্চ, ২০১৯ (বাসস ডেস্ক) : যুক্তরাষ্ট্র এখনো বিশ্বাস করে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘প্রথম মেয়াদের’ শেষ হওয়া নাগাদ উত্তর কোরিয়ার পুরোপুরি যাচাইযোগ্য পরমাণু নিরস্ত্রীকরণ সম্ভব। দেশটির গুরুত্বপূর্ণ একটি রকেট উৎক্ষেপণ কেন্দ্রের পুনঃনির্মাণ কার্যক্রমের পূর্বাভাস সত্ত্বেও তারা এমনটা বিশ্বাস করছে। বৃহস্পতিবার এক সিনিয়র মার্কিন কর্মকর্তা একথা জানান। খবর এএফপি’র।
বিশেষ পর্যবেক্ষণ ওয়েবসাইট ৩৮ নর্থ অ্যান্ড দি সেন্টার ফর স্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ স্যাটেলাইট থেকে পাওয়া বিভিন্ন ছবি বিশ্লেষণ করে ওই রকেট উৎক্ষেপণ কেন্দ্রে নির্মাণ কার্যক্রম চলার আভাস পেয়েছে।
ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে হ্যানয়ে অনুষ্ঠিত সম্মেলন কোন চুক্তি ছাড়াই শেষ হওয়ার পর তারা এমন ইঙ্গিত দেয়।
বাসস/এমএজেড/১১২৫/-এমএবি