বাসস সংসদ-৫ : বায়তুল মোকারমের সম্প্রসারণে ২৭০৫.০০ লাখ টাকার প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে : ধর্ম প্রতিমন্ত্রী

290

বাসস সংসদ-৫
বায়তুল-মোকাররম-সৌন্দর্য
বায়তুল মোকারমের সম্প্রসারণে ২৭০৫.০০ লাখ টাকার প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে : ধর্ম প্রতিমন্ত্রী
সংসদ ভবন, ৩ মার্চ, ২০১৯ (বাসস) : জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সৌন্দর্য্য বৃদ্ধিকরণ ও সম্প্রসারণে ২৭০৫.০০ লাখ টাকার একটি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
আজ সংসদে সরকারি দলের সদস্য নিজাম উদ্দিন হাজারীর এক প্রশ্নের জবাবে ধর্ম প্রতিমন্ত্রী এডভোকেট শেখ মো. আবদুল্লাহ বলেন, এই প্রকল্পের অধীনে ইতোমধ্যে মসজিদের ১৭০ ফুট বিশিষ্ট একটি সুউচ্চ মিনার নির্মাণ করা হয়েছে। মহিলারা একত্রে ৫ হাজার ৬০০ জন নামাজ আদায় করতে পারবে সে ব্যবস্থা করা হয়েছে। আর ৩৫ হাজার জন পুরুষ এখানে নামাজ আদায় করতে পারবেন সে ব্যবস্থা রয়েছে।
সরকারি দলের সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামানের অপর এক প্রশ্নের জবাবে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতিক কেন্দ্র স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় জেলা সদর ও প্রতিটি উপজেলায় মডেল মসজিদ নির্মাণ করার পরিকল্পনা রয়েছে।
বাসস/এমএসএইচ/২১০৫/বেউ/-অমি