বাসস ক্রীড়া-১১ : বিশ্বকাপের আগে প্রতিশোধ নিতে চায় শ্রীলংকা

325

বাসস ক্রীড়া-১১
ক্রিকেট-ওয়ানডে
বিশ্বকাপের আগে প্রতিশোধ নিতে চায় শ্রীলংকা
জোহানেসবার্গ, ২ মার্চ ২০১৯ (বাসস) : দুই ম্যাচের টেস্ট সিরিজ জয়ের স্বাদ নিয়ে এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে লড়াই শুরু করতে যাচ্ছে সফরকারী শ্রীলংকা। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ জিতে প্রোটিয়াদের বিপক্ষে প্রতিশোধ নিতে চায় লংকানরা। কারন দক্ষিণ আফ্রিকা সফরে সর্বশেষ ওয়ানডে সিরিজে ৫-০ ব্যবধানে হেরেছিলো শ্রীলংকা। জোহানেসবার্গে আগামীকাল সিরিজের প্রথম ওয়ানডে শুরু হবে দুপুর ২টায়।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে আন্ডারডগ ছিলো শ্রীলংকা। কিন্তু দুর্দান্ত পারফরমেন্স প্রদর্শন করে লংকানরা। দেখে মনে হয়েছে, এই সিরিজে ফেভারিট শ্রীলংকাই। ডারবানে কুশল পেরেরার ব্যাটিং তান্ডবে উত্তেজনাপূর্ণ ম্যাচে ১ উইকেটে জয় পায় লংকানরা।
এরপর পোর্ট এলিজাবেথে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে দক্ষিণ আফ্রিকার উপর আধিপত্য বিস্তার করে খেলে করুনারতেœর দল। বোলারদের পর ব্যাটসম্যানদের নৈপুন্যে ৮ উইকেটে ম্যাচ জিতে ঐ সিরিজ জয় করে শ্রীলংকা।
টেস্ট সিরিজ জয়ের স্বাদ নিয়ে এবার ওয়ানডে লড়াইয়ে নামছে শ্রীলংকা। টেস্টের মত ওয়ানডে সিরিজ ভালো খেলতে চায় তারা। এমনটাই বললেন দলের অধিনায়ক দিমুথ করুনারতেœ। তিনি বলেন, ‘টেস্ট সিরিজ জয় আমাদের অনেক বেশি চাঙ্গা করেছে। ওয়ানডেতে ভালো করতে আমরা মুখিয়ে আছি। সীমিত ওভারের সিরিজে ভালো করার বিষয়ে আমরা আত্মবিশ্বাসী।’
সর্বশেষ ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকা সফরে পাঁচ ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয় লংকানরা। ঐ সিরিজে হারের প্রতিশোধ এবার নিতে মরিয়া শ্রীলংকা। এমনও ইঙ্গিত দিলেন শ্রীলংকার দলপতি করুনারতেœ। তিনি বলেন, ‘সর্বশেষ সিরিজে আমরা ভালো করতে পারিনি। তবে এবার আমরা ভিন্ন দল। এবার ওয়ানডে সিরিজ থেকে ভালো ফল নিয়ে দেশে ফিরতে চাই। জয় ছাড়া অন্য কিছুই ভাবছি না আমরা।’
পক্ষান্তরে টেস্ট সিরিজ হারের প্রতিশোধ ওয়ানডে দিয়ে নিতে চান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু-প্লেসিস। তিনি বলেন, ‘টেস্ট সিরিজে দল ভালো করেনি। তবে এবার ওয়ানডে লড়াই। দল এ ফরম্যাটে ভালো করতে পারবে। টেস্ট সিরিজ হারের দুঃখ ওয়ানডে জিতে ভুলতে চাই আমরা।’
দক্ষিণ আফ্রিকা দল (সম্ভাব্য) : ফাফ ডু প্লেসিস(অধিনায়ক), কুইন্টন ডি কক(উই:) , রজিা জেন্ড্রিকস, ইমরান তাহির, ডেভিড মিলার, উইয়ান মুলডার, লুঙ্গি এনডিগি, এনরিচ নর্টি, আন্দিল ফেলুকুয়াও, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরিজ শামসি, ডেল স্টেইন, রাসি ভ্যান ডার ডুসেন।
শ্রীলংকা দল (সম্ভাব্য) : লাসিথ মালিঙ্গা (অধিনায়ক), নিরোশান ডিকবেলা(উই:), আকিলা ধনঞ্জয়া, ধনঞ্জয়া ডি সিলভা, আবিসকা ফার্নান্দো, ওশাদা ফার্নান্দো, বিশ্ব ফার্নান্দো, কামিন্দু মেন্ডিস, কুসল মেন্ডিস, এ্যাঞ্জেলো পেরেরা, কুসল পেরেরা, প্রিয়ামল পেরেরা, থিসারা পেরেরা, কাসুন রাজিথা, লক্ষণ সান্দাকান, উপুল থারাঙ্গা, ইসুরু উদানা।
বাসস/এএমটি/১৯২৫/মোজা/স্বব