যুক্তরাষ্ট্র, চিলি ও ইসরাইল সফরে যাচ্ছেন ব্রাজিলের বোলসোনারো

447

ব্রাসিলিয়া, ২ মার্চ, ২০১৯ (বাসস ডেস্ক) : ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো এ মাসে যুক্তরাষ্ট্র, চিলি ও ইসরাইল সফরে যাচ্ছেন। দায়িত্ব গ্রহণের পর দেশ তিনটিতে এটি হবে তার প্রথম সফর। এটি ডানপন্থী এ নেতার বন্ধুত্ব জোরদারের একটি স্পষ্ট ইঙ্গিত। শুক্রবার সরকারি সূত্র একথা জানায়। খবর এএফপি’র।
ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী আর্নেস্তো আরাউজোর বরাত দিয়ে সরকারি মালিকানাধীন সংবাদমাধ্যম আজেনিসিয়া ব্রাসিল জানায়, গত পহেলা জানুয়ারি দেশের দায়িত্ব গ্রহণ করা সেনাবাহিনীর সাবেক এ ক্যাপ্টেন ১৮ থেকে ২২ মার্চ যুক্তরাষ্ট্র এবং ২৩ মার্চ চিলি সফর করবেন।
আরাউজো আরো জানান, মার্চের শেষদিন বোলসোনারো ইসরাইল সফরে যাবেন।
ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী বুধবার বলেন, ব্রাজিলের এ নেতা ৩১ মার্চ থেকে ৪ এপ্রিল ব্রাজিল সফর করবেন।
ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে বোলসোনারোর এটি হবে তার প্রথম সরকারি সফর।
জানুয়ারিতে তিনি দাভোসে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের সম্মেলনে অংশ নিতে সুইজারল্যান্ডে যেতে চান।