বাসস দেশ-১৮ : সংস্কৃতির ক্ষেত্র অনেক বিস্তৃত : সংস্কৃতি প্রতিমন্ত্রী

293

বাসস দেশ-১৮
খালিদ-ভিডিও-অ্যালবাম
সংস্কৃতির ক্ষেত্র অনেক বিস্তৃত : সংস্কৃতি প্রতিমন্ত্রী
ঢাকা, ১ মার্চ, ২০১৯ (বাসস) : সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, সংস্কৃতির অধিক্ষেত্র অনেক বিস্তৃত। ইতিহাস-ঐতিহ্য, কৃষ্টি-সংস্কৃতি, গান-বাজনা, নৃত্য, শিল্পকলা, রুচি, মূল্যবোধ, দৈনন্দিন জীবনাচরণ সবই সংস্কৃতির অন্তর্ভুক্ত। আমাদের নিত্যদিনের এমন কিছু নেই যা সংস্কৃতির আওতায় পড়ে না।
প্রতিমন্ত্রী আজ রাজধানীর স্থানীয় একটি হোটেলে সাউন্ডটেক আয়োজিত ভারতের শিল্পী হৈমন্তী শুক্লার সাথে বাংলাদেশের রবীন্দ্র সংগীত শিল্পী ড. অরূপরতন চৌধুরীর গাওয়া ‘দাঁড়িয়ে আছো তুমি আমার’ শীর্ষক রবীন্দ্র সংগীতের ভিডিও অ্যালবামের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক সংসদ সদস্য অসীম কুমার উকিল।
অনুষ্ঠানের সভাপতি আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘ড. অরূপরতন চৌধুরী আমার বেশ পরিচিত। গান-বাজনায় তার যেমন আকর্ষণ রয়েছে, আমারও রয়েছে। ফলে বিভিন্ন অনুষ্ঠান ও সভা-সমাবেশে তার সাথে দেখা হয়।’
অ্যালবাম সম্পর্কে অনুভূতি ব্যক্ত করেন অ্যালবামটির কণ্ঠশিল্পী ড. অরূপরতন চৌধুরী ও হৈমন্তী শুক্লা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রবীন্দ্র সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, অ্যালবামটির সংগীত পরিচালক দীপংকর ভাষ্কর ও সাউন্ডটেকের মহাব্যবস্থাপক আতাউর রহমান।
বাসস/তবি/এমএন/২১১৫/বেউ/-এইচএন