ভোলায় তামাকের বিরুদ্ধে সচেতনতায় কর্মশালা

770

ভোলা, ৪ জুন, ২০১৮ (বাসস) : ‘তামাক করে হৃদপিন্ডের ক্ষয়, স্বাস্থ্যকে ভালোবাসি তামাককে নয়’- স্লোগান নিয়ে জেলায় আজ তামাকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব তামাকমুক্ত দিবস ২০১৮ উপলক্ষে সোমবার সকালে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মাসুদ আলম ছিদ্দিক।
এখানে বক্তারা বলেন, শখের বসে প্রথমে ধূমপান শুরু করা হয়, যা পরবর্তীতে ভয়াবহ আসক্তিতে পরিণত হয়। অধিকাংশ নেশার শুরু হয় তামাক বা সিগারেটের মাধ্যমে। এটা গ্রহণে সাময়িকভাবে শরীর ও মনে কিছুটা প্রফুল্ল অনুভূত হয়। কিন্তু স্থায়ীভাবে শরীরে ক্ষতিকর প্রভাব রেখে যায় তামাক। শুধু তামাক গ্রহণের ফলে যে পরিমাণ রোগ-বালাই হয়, তাতে এর চিকিৎসা করাতে বছরে বহু অর্থ ব্যয় হয়। তাই তামাক নিয়ন্ত্রণে সরকারি আইন বাস্তবায়নের পাশাপাশি পারিবারিক ও ধর্মীয় অনুশাসন মেনে চলার আহবান জানান বক্তারা। একই সাথে ধূমপানমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসার আহবান জানান তারা।
সেমিনারে আরো বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাহমুদুর রহমান, অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট আব্দুল হালিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মৃধা মো. মুজাহিদুল ইসলাম, সিভিল সার্জন ডা. রথীন্দ্রনাথ মজুমদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন, প্রেসক্লাব আহবায়ক এম এ তাহের, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মাহমুদুর রহমান আযাদ, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল কুদ্দুস।