জার্মানির বিশ্বকাপ স্কোয়াডে নয়্যার ॥ বাদ পড়েছেন সেন

684

বার্লিন, ৪ জুন ২০১৮ (বাসস/এএফপি) : ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে কাটানোর পরও ২০১৪ বিশ্বকাপ জয়ী গোল রক্ষক ম্যানুয়েল নয়্যারের উপরই আস্থা রেখেছেন জার্মান কোচ জোয়াচিম লো। নয়্যারকে অন্তর্ভুক্ত করেই রাশিয়া বিশ্বকাপের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন কোচ।
অপরদিকে কোচের ওই চুড়ান্ত তালিকায় স্থান হয়নি ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার লেরয় সেনের। অথচ সদ্য সমাপ্ত প্রিমিয়ার লীগে চ্যাম্পিয়নদের সঙ্গে দারুণ সময় কাটিয়েছেন তিনি।
বায়ার্ন মিউনিখের গোলরক্ষক নয়্যার সেপ্টেম্বরের পর প্রথম মাঠে নেমেছেন গত শনিবার অস্ট্রিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে। ওই ম্যাচে ২-১ গোলে হার মেনেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। জার্মানীকে টানা দ্বিতীয় শিরোপা এনে দেয়ার মুল ভরসা হিসেবে ধরা ৩২ বছর বয়সী এই ফুটবল তারকা বাঁ-পায়ের হাড়ে চিড় ধরায় গত সেপ্টেম্বর থেকে দীর্ঘ প্রায় আট মাস মাঠের বাইরে কাটিয়েছেন। ২০১৭ সালের শুরুতেও একই ইনজুরির কবলে পড়েছিলেন তিনি।
টিমো ওয়ার্নারের সঙ্গে সেনও চুড়ান্ত দল থেকে বাদ পড়েছেন। আর অন্তর্ভুক্ত হয়েছেন মারিও গোমেজ।
গোলরক্ষক : ম্যানুয়েল নয়্যার, মার্স-আন্দ্রে টার স্টেগেন, কেভিন ট্র্যাপ।
রক্ষণ ভাগ: জেরোমে বোয়াটেং, ম্যাথিয়াস জিন্টার, জোনাস হেক্টর, ম্যাটস হুমেলস, জোসুয়া কামিচ, মারভিন প্লাটেনহার্ড, এ্যান্টনিও রুয়েডিগার, নিকলাস সুয়েলে ।
মিড ফিল্ডার : জুলিয়ান ব্র্যান্ডট, জুলিয়ান ড্রাক্সলার, লিয়ন গোরেতকা, লিকে গান্ডোগান, সামি খেদিরা, টনি ক্রুস, টমাস মুলার, মেসুত ওজিল, মার্কো রিউস, সেবাস্তিয়ান রুডি।
ফরোয়ার্ড: টিমো ওয়ার্নার, মারিও গোমেজ।