বাসস সংসদ-১০ : জনগণ বিএনপি-জামায়াতের দেশ-জাতি বিরোধী নেতিবাচক রাজনীতি প্রত্যাখ্যান করেছে : সরকারি দল

563

বাসস সংসদ-১০
রাষ্ট্রপতির ভাষণ-আলোচনা
জনগণ বিএনপি-জামায়াতের দেশ-জাতি বিরোধী নেতিবাচক রাজনীতি প্রত্যাখ্যান করেছে : সরকারি দল
সংসদ ভবন, ২৭ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : রাষ্ট্রপতির ভাষণের জন্য আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের সদস্যরা বলেছেন, দেশের মানুষ বিএনপি-জামায়াতের দেশ-জাতি বিরোধী নেতিবাচক রাজনীতি প্রত্যাখ্যান করে শেখ হাসিনাকে বিপুলভাবে বিজয়ী করেছে।
গত ৩ ফেব্রুয়ারি সংসদে রাষ্ট্রপতির ভাষণে আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর এ আলোচনা শুরু হয়। ওই দিন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করলে সরকারি দলের সদস্য আ. স. ম ফিরোজ তা সমর্থন করেন।
গত ৩০ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের প্রথম ও বছরের প্রথম অধিবেশনের শুরুর দিন সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সংসদে ভাষণ দেন।
রাষ্ট্রপতির ভাষণে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আজ ১৭তম দিনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী হাবিবুন নাহার, সরকারি দলের শামসুর রহমান শরীফ, অসীম কুমার উকিল, নজরুল ইসলাম বাবু, পংকজ নাথ, আব্দুল মজিদ খান, সেলিমা আহমাদ ও তরিকত ফেডারেশনের সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী আলোচনায় অংশ নেন।
আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের সদস্যরা বলেন, শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে দ্রুত গতিতে এগিয়ে চলছে। তাঁর নেতৃত্বে আজ দেশ শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বিদ্যুৎসহ বিভিন্ন খাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। দেশের মাথাপিছু আয় বর্তমানে ১ হাজার ৭৫২ ডলার, জাতীয় প্রবৃদ্ধি ৭ দশমিক ৮ শতাংশ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪ বিলিয়ন ডলার, রপ্তানি আয় ৩৬ দশমিক ৬০ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।
তারা বলেন, বর্তমান সরকার আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ, সমৃদ্ধ ও কর্মমুখর বাংলাদেশ নিশ্চিত করতে পদ্মাসেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, রামপাল, মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেলসহ অনেক মেগা প্রকল্প বাস্তবায়ন করছে।
তারা দেশের নদীসমূহ দখলের হাত থেকে রক্ষা করতে বর্তমানে পরিচালিত উচ্ছেদ অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান। তারা বলেন, কোন দল ব্যক্তি দেখা যাবে না। অবৈধ হলেই তা উচ্ছেদ করতে হবে।
বাসস/এমআর/২১৫৫/বেউ/-অমি