বরগুনায় ৩৪২ পরিবারে বিদ্যুতের নতুন সংযোগ

364

বরগুনা, ৪ জুন, ২০১৮ (বাসস) : জেলার আমতলী উপজেলায় ৩৪২ পরিবারে বিদ্যুতের নতুন সংযোগ প্রদান করা হয়েছে।
সোমবার দুপুরে পল্লী বিদ্যুৎ বিভাগের আয়োজনে উপজেলার কল্যাণপুরে এ বিদ্যুৎ সংযোগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরগুনা-১ আসনের এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। আমতলী সদর ইউপির চেয়ারম্যান মোতাহার হোসেন মৃধা সভাপতিত্ব করেন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য করেন আমতলীল পৌর মেয়র মতিয়ার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মজিবর রহমান, আমতলী থানার ওসি মো. আলাউদ্দিন, পটুয়াখালী পল্লী বিদ্যুত বিভাগের এজিএম আহসানুল করিম। উপস্থিত ছিলেন চাওড়া ইউপির চেয়ারম্যান আক্তারুজ্জামান খান বাদল, কুকুয়া ইউপির চেয়ারম্যান বোরহান উদ্দিন তালুকদার প্রমুখ।
পটুয়াখালী পল্লী বিদ্যুৎ বিভাগের কলাপাড়াস্থ এজিএম আহসানুল করিম জানিয়েছেন, ৯ দশমিক ১৫ কিলোমিটার এলাকার কড়াইবুনিয়া, নীলগঞ্জ, উল্টাখালী, ছোট নাচনা পাড়া ও দক্ষিণ আমতলী ৫টি গ্রামের ৩৪২ জন গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। ২০১৮ সালের মধ্যে বরগুনা জেলার প্রতিটি পরিবারকে বিদ্যুৎ সুবিধার আওতায় নেয়ার সরকারী নির্দেশনা রয়েছে।