বাজিস-৯ : বাহুবলে ৪ রেস্টুরেন্টকে জরিমানা

370

বাজিস-৯
বাহুবল-রেস্টুরেন্ট-জরিমানা
বাহুবলে ৪ রেস্টুরেন্টকে জরিমানা
হবিগঞ্জ, ৪ জুন, ২০১৮ (বাসস) : জেলার বাহুবল উপজেলা সদরে ৪ রেস্টুরেন্ট এবং মিষ্টান্ন ভান্ডারকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার বিকেলে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর এবং বাহুবল উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে এই জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক আমিরুল ইসলাম মাসুদ জানান, তিনি এবং বাহুবল উপজেলার সহকারী কমিশনার ভূমি রফিকুল ইসলাম যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে নোংরা পরিবেশ, অপরিস্কার খাবার বিক্রি এবং খাদ্যে কেমিকেল মেশানোর অপরাধে নিউ শান্তিবাগ রেস্টুরেন্টকে ৪ হাজার টাকা, মা মনি রেস্টুরেন্টকে ৬ হাজার টাকা, আদর্শ মিষ্টান্ন ভান্ডার এন্ড রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা এবং নিখিল মিষ্টান্ন ভান্ডার এন্ড রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বাসস/সংবাদদাতা/১৮১০/আহা/-মরপা