বাসস ক্রীড়া-৭ : ইনজুরি সত্ত্বেও বেলজিয়াম দলে কোম্পানি ॥ বাদ পড়েছেন বেনেটেকে

598

বাসস ক্রীড়া-৭
ফুটবল-বিশ্বকাপ-বেলজিয়াম
ইনজুরি সত্ত্বেও বেলজিয়াম দলে কোম্পানি ॥ বাদ পড়েছেন বেনেটেকে
ব্রাসেলস, ৪ জুন ২০১৮ (বাসস): ইনজুরি শংকা থাকা সত্ত্বেও বেলজিয়ামের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছেন ভিনসেন্ট কোম্পানি। শনিবার পর্তুগালের বিপক্ষে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে ইনজুরিতে পড়েন তিনি। কুচকির ইনজুরি সত্ত্বেও ম্যানচেস্টার সিটির এই সেন্টার ব্যাকের উপর আস্থা রেখেছেন কোচ রবার্তো মার্টিনেজ।
ফিফার সিদ্ধান্ত মোতাবেক আজ ৪ জুনের মধ্যেই রাশিয়া বিশ্বকাপগামী দলগুলোর চূড়ান্ত তালিকা জমা দিতে হবে। যে কারণে ইনজুরি সত্ত্বেও কোম্পানিকে দলের বাইরে রাখার ঝুঁকি নেননি স্পেনের এই কোচ। মার্টিনেজ নিজেই বলেছেন, কোম্পানিকে স্কোয়াডভুক্ত করা হলেও টুর্নামেন্টে তার অংশগ্রহণ নিয়ে এখনো সন্দেহ আছে। তবে সম্ভাব্য শেষ মুহূর্তটি পর্যন্ত তার জন্য অপেক্ষা করবেন মার্টিনেজ। তাতেও ব্যর্থ হলে ৩২ বছর বয়সি এই তারকার পরিবর্তিত হিসেবে স্ট্যান্ডবাই তালিকায় রাখা হয়েছে লরেন্ত সিম্যানকে।
এক সংবাদ সম্মেলনে বেলজিয়ান কোচ বলেন, ‘পরিস্থিতি একেবারেই পরিষ্কার। আমরা নিয়মের মধ্যে থাকার চেষ্টা করছি। ১৮ জুন পানামার বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতায় নামার ২৪ ঘন্টা আগে আমরা চূড়ান্ত স্কোয়াড গঠন করব। এর আগ মুহূর্ত পর্যন্ত অপেক্ষায় থাকব ভিনির (ভিনসেন্ট) ফিরে আসার জন্য। আমরা ম্যানচেস্টার সিটির সঙ্গে বেশ নিবিড়ভাবে তার বিষয়ে আলাপ করেছি। কারণ ভিনির অবস্থা নিয়ে কয়েক বছর ধরে কাজ করছে তারা। তার ওই ইনজুরি স্ক্যান করে পরিমাপ করা যাবে না। এ জন্য সাত থেকে আট দিন অপেক্ষা করতে হয়।’
বেলজিয়ামের ওই স্প্যানিশ কোচ বলেন, ‘আমাদের চেষ্টা একেবারেই পরিষ্কার। তিনি হচ্ছেন দলনেতা। ক্যাম্পে তিনি কঠিন পরিশ্রম করে চলেছেন। পর্তুগালের বিপক্ষে ম্যাচেও দারুণ দক্ষতা দেখিয়েছেন। তাকে সম্ভাব্য সবধরনের সুযোগ দেয়াটা আমাদের জন্য জরুরী। এটি যেন-তেন কোন প্রতিযোগিতা নয়। এটি বিশ্বকাপ।’
অথচ সাম্প্রতিক ইনজুরির কারণে ২৮ জনের প্রাথমিক স্কোয়াড থেকেই বাদ পড়েছেন জর্ডান লুকাকু। আর ২৩ সদস্যের চুড়ান্ত স্কোয়াড থেকে বাদ পড়েছেন মেতজ সেলস ও ক্রিস্টিয়ান কাবাসেলে এবং ক্রিস্টাল প্যালেসের স্ট্রাইকার ক্রিস্টিয়ান বেনেটেকে।
২৩ সদস্যের চুড়ান্ত দল:
গোলরক্ষক: কোয়েন ক্যাস্টিলস, থিবাউট কর্টুইস, সিমন মিগনোলেট।
রক্ষণ ভাগ: টবি আলডারউইরেল্ড, ডেরিক বোয়াতা, টমাস মুয়েনিয়ার, লিয়েন্ডার ডেন্ডনকার, ভিন্সেন্ট কোম্পানি, টমাস ভার্মায়েলেন, জ্যান ভার্টোংহেন।
মধ্য মাঠ: ইয়ানকিক কারাসকো, কেভিন ডি ব্রুয়ইয়ান, মুসা ডেম্বেলে, মরুয়ানে ফেলাইনি, আদনান জানজুয়াজি, ইউরি টিয়েলেম্যানস, এ্যাক্সেল উইটসেল, এডেন হ্যাজার্ড,থরগান হ্যাজার্ড, দ্রিস মার্টেনস
আক্রমণ ভাগ: মিচি বাতসুয়াই, নাসের চাডিল, রোমেলু লুকাকু,
বাসস/এএফপি/এমএইচসি/১৮০৫/মোজা/স্বব