বাসস দেশ-২৩ (প্রথম কিস্তি) : বিদেশীদের কাছে না গিয়ে বিএনপি ও ঐক্যফ্রন্টের উচিত জনগণের কাছে যাওয়া : তথ্যমন্ত্রী

158

বাসস দেশ-২৩ (প্রথম কিস্তি)
তথ্যমন্ত্রী- বিএনপি-শুনানি
বিদেশীদের কাছে না গিয়ে বিএনপি ও ঐক্যফ্রন্টের উচিত জনগণের কাছে যাওয়া : তথ্যমন্ত্রী
ঢাকা, ২৬ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি’র নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট রাজনৈতিকভাবে দেউলিয়া এবং জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিধায় তারা বারবার বিদেশীদের কাছে ধর্না দিচ্ছে।
তিনি বলেন, ‘দেশের মালিক জনগণ। কিন্তু জনগণের প্রতি বিএনপি ও ঐক্যফ্রন্টের কোন আস্থা নেই। তাই, তারা বার বার বিদেশীদের কাছে যাচ্ছে ও নিজেদের পাশাপাশি দেশকেও অপমাণ করছে।’
আজ মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে আলাপকালে ড. হাছান মাহমুদ এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী এর আগে ‘বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্টস ফোরামের সদস্যদের সাথে মত বিনিময় করেন।
ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি ও ঐক্যফ্রন্ট নেতাদের উচিত বিদেশীদের কাছে না গিয়ে জনগণের কাছে যাওয়া। কেননা, দেশের জনগণই দেশের মালিক।
তিনি বলেন, বিদেশীদের কাছে গিয়ে তারা (বিএনপি ও ঐক্যফ্রন্ট) তাদের দেউলিয়াত্বের পরিচয় দিচ্ছেন।
ড. কামাল হোসেন ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত সোমবার ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের কাছে গিয়েছিলেন উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘আমি মনে করি, তাদের দল যদি জনগণের জন্যই হয় তাহলে বিদেশীদের কাছে না গিয়ে, জনগণের কাছেই তাদের যাওয়া উচিত। ’
বিএনপি ও ঐক্যফ্রন্ট-এর গণশুনানির কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের জনগণ সামাজিক গণমাধ্যমে এটিকে ‘গণঘুম’ হিসাবেই দেখেছে। এই শুনানীর মাধ্যমে তারা সাধারণ জনগণের কাছে কোন আবেদন সৃষ্টি করতে পারেনি- উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, ‘আমি মনে করি, তাদের নেতাদের ভূমিকা জানার জন্যও তাদের গণশুনানির প্রয়োজন।’
চলবে/বাসস/পিএসবি/অনু-এমকে/১৯১৫/আরজি