বাসস দেশ-২৯ : খুলনায় সড়ক দুর্ঘটনায় দু’চিকিৎসকসহ ৩ জন নিহত

525

বাসস দেশ-২৯
দুর্ঘটনা-নিহত
খুলনায় সড়ক দুর্ঘটনায় দু’চিকিৎসকসহ ৩ জন নিহত
খুলনা, ২৫ ফেব্রুয়ারি ২০১৯ (বাসস) : খুলনায় আজ এক সড়ক দুর্ঘটনায় দু’চিকিৎসকসহ তিন জন নিহত হয়েছেন।
নিহতরা হলেন, প্রাইভেট কার আরোহী ডা. শাহাদাৎ হোসেন (৬২), ডা. মোয়াজ্জেম (৬০) ও প্রাইভেট কার চালক জাহাঙ্গীর (৩৭)।
ফুলতলা উপজেলায় যশোর খুলনা মহাসড়কের বেজেরডাঙ্গার রাড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে গড়াই পরিবহনের একটি বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তারা নিহত হন।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এটিএম মঞ্জুর মোর্শেদ ও ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তারা জানান, সোমবার বিকেল পৌনে ৪ টায় যশোরগামী একটি প্রাইভেট কার ও খুলনাগামী গড়াই পরিবহনের রাসেল নামের একটি বাসের মধ্যে ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা এলাকার রাড়িপাড়া প্রাথমিক বিদ্যালয়ের কাছে মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহাদাৎ হোসেন ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও সোনাডাঙ্গা করিম নগরের মৃত মাজেদ আলীর পুত্র।
ডা. মোয়াজ্জেম খুলনা সাউথ সেন্ট্রাল রোডের বাসিন্দা এবং জাহাঙ্গীর খালিশপুর উত্তর মুজগন্নী এলাকার মাহাবুবুর রহমানের পুত্র।
পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রাইভেট কারের সামনের অংশ কেটে নিহতদের লাশ উদ্ধার করে।
বাসস/জেডএইচ/এফএইচ/২২৩৬/এইচএন