বাসস দেশ-২০ : বই অনুবাদে সংশ্লিষ্ট সকলকে আরো উদ্যোগী হতে হবে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

288

বাসস দেশ-২০
ফরহাদ-মোড়ক-উন্মোচন
বই অনুবাদে সংশ্লিষ্ট সকলকে আরো উদ্যোগী হতে হবে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী
ঢাকা, ২৪ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, বিশ্বের বিভিন্ন ভাষার বই অনুবাদে সংশ্লিষ্ট সকলকে আরো উদ্যোগী হতে হবে।
আজ রোববার বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে গ্রন্থমেলার সোহরাওয়ার্দি উদ্যানের দু’টি গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন।
ফরহাদ হোসেন বলেন, বিশ্বের বিভিন্ন ভাষার উৎকৃষ্ট সাহিত্যগুলোর প্রতি পাঠকের আগ্রহ রয়েছে। তাই তাদের চাহিদার কথা বিবেচনা করে বইগুলো আরো বেশি পরিমাণে অনুবাদ করতে হবে।
তিনি বলেন, রবীন্দ্রসাহিত্যের প্রতি আমাদের রয়েছে চিরকালীন আবেগ। তার সাহিত্যের জীবন-দর্শন আমাদের বাস্তব জীবনে কাজে লাগিয়ে নিজেদেরকে আরো উন্নত করে গড়ে তোলা ।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আখতারুজ্জামানসহ বাংলা একাডেমির কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বাসস/সবি/বিকেডি/১৯৩৩/এএএ