বাসস দেশ-২৭ : ডিএসসিসি’র উদ্যোগে কেমিক্যাল গোডাউন অপসারণ কাজ শুরু

520

বাসস দেশ-২৭
মেয়র-কেমিক্যাল
ডিএসসিসি’র উদ্যোগে কেমিক্যাল গোডাউন অপসারণ কাজ শুরু
ঢাকা, ২৩ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) চকবাজারে অগ্নিকান্ডে বিধ্বস্ত ‘ওয়াহেদ মেনশনস্থ কেমিক্যাল গোডাউনের’ রাসায়নিক ও সহজদাহ্য পদার্থ অপসারণের মধ্যদিয়ে পুরান ঢাকার ‘রাসায়নিক ও দাহ্য পদার্থের অবৈধ গোডাউন’ উচ্ছেদের কাজ শুরু করেছে।
সংশ্লিষ্ট গোডাউন মালিকদের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে ডিএসসিসি বিকল্প হিসেবে রাসায়নিক ও দাহ্য পদার্থের যতটুকু সম্ভব আর্থিক মূল্য পরিশোধের মাধ্যমে আজ শনিবার থেকে এ অপসারণ কাজ শুরু করে।
শনিবার দুপুরে পুরান ঢাকার ‘ওয়াহেদ মেনশনের’ কেমিক্যাল গোডাউন অপসারণের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধনকালে ঢাকা দক্ষিণ সিটির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, ‘যতক্ষণ পর্যন্ত এ এলাকায় কেমিক্যালের অস্তিত্ব পাওয়া যাবে ততক্ষণ আমরা অপসারণ কার্যক্রম চালিয়ে যাব।’
মেয়র খোকন রাজধানীর সর্বস্তরের নাগরিকদের প্রতি আহবান জানিয়ে বলেন, কেউ যদি পুরান ঢাকার কোন ভবনে বা গোডাউনে কেমিক্যাল বা দাহ্য পদার্থ সংরক্ষণ করতে বা কেমিক্যাল রাখতে দেখেন তাহলে ডিএসসিসি’র কন্ট্রোল রুমে স্থাপিত ‘৯৫৫৬০১৪’ নম্বর টেলিফোনে অবশ্যই বিষয়টি অবহিত করবেন।
তিনি ঘোষণা করেন, ‘যে কেউ তার বাড়ির আশপাশে বা পাড়া-মহল্লায় কেমিক্যাল রাখছে এমন দৃশ্য দেখে আমাদের কন্ট্রোল রুম, পুলিশ কন্ট্রোল রুম, কাউন্সিলর অফিস বা ধর্মীয় প্রতিষ্ঠানে জানান, তাহলে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেব।’
বাসস/এএইচজে/এমএসএইচ/জেডআরএম/২১৩১/জেহক