চূড়ান্ত দল ঘোষণা করলো নাইজেরিয়া

228

আবুজা, ৪ জুন, ২০১৮ (বাসস) : চেলসি ডিফেন্ডার ওলা আইনা ও এফসি পোর্তোর মিকেল আগুকে স্ট্যান্ড-বাই রেখে বিশ্বকাপের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে নাইজেরিয়া।
যদিও অস্ট্রিয়ায় অনুষ্ঠিত অনুশীলন ক্যাম্পের জন্য পুরো দলের সাথে থাকবেন আইনা ও আগু। নিজেদের টুইটার একাউন্টে নাইজেরিয়া ফুটবল ফেডারেশন (এনএফএফ) চূড়ান্ত দল ঘোষণা করে।
লিস্টার সিটি মিডফিল্ডার উইলফ্রিড এনডিডিকে নিয়ে ইনজুরি শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত তিনি দলে ডাক পেয়েছেন। রাশিয়া ভিত্তিক ডিফেন্ডার ব্রায়ান ইডোয়ো ও এফসি ক্রোটোনে স্ট্রাইকার সিমেয়ন এনওয়ানকোর এখন পর্যন্ত জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামা হয়নি।
শনিবার ওয়েম্বলীতে প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের কাছে ২-১ গোলে পরাজিত হয়েছে নাইজেরিয়া। ১১ জুন রাশিয়া যাবার আগ পর্যন্ত নাইজেরিয়া অস্ট্রিয়ায় অনুশীলন ক্যাম্পে অংশ নিবে।
২৩ সদস্যের চূড়ান্ত দল :
গোলরক্ষক : ইকেচুকুয়ান এজেনওয়া, ড্যানিয়েল আকপেয়ি, ফ্রান্সিস উজো।
ডিফেন্ডার : উইলিয়াম ট্রুস্ট-ইকং, শেহু আবদুল্লাহি, লিওন বালোগান, কেনেথ ওমেরু, ব্রায়ান ইডোয়ো, এলডারসন ইচিজিলে, টাইরোনে ইবুয়েহি।
মিডফিল্ডার : মিকেল ওবি, ওগেনি ওনাজি, জন ওগু, উইলফ্রিড এনডিডি, ওগেনেকারো ইতেবো, জোয়েল ওবি।
স্ট্রাইকার : ওডিওন ইগালো, আহমেদ মুসা, কেলেচি ইহেনাচো, এ্যালেক্স ইয়োবি, সিমেয়ন এওয়ানকো, ভিক্টর মোসেস।
বাসস/নীহা/১৪০০/স্বব