কেমিক্যাল কারখানা সরাতে সাহায্য করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

648

ঢাকা, ২১ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রাজধানীর পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করে বলেছেন, বিভিন্ন এলাকা থেকে কেমিক্যাল কারখানা সরাতে সিটি করপোরেশনকে সহযোগিতা করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলে পরিদর্শনে গিয়ে বলেন, ‘কেমিক্যাল কারখানাগুলো সরিয়ে নেওয়ার বিষয়ে সিটি করপোরেশন কাজ করছে। কেননা, এটি আবাসিক এলাকা। এ ধরণের কারখানা না থাকলে দুর্ঘটনা নাও ঘটতে পারত। এই এলাকাকে এখন পরিকল্পিতভাবে গড়ে তোলার জন্য সিটি করপোরেশনের সঙ্গে সরকার জোর দিয়ে কাজ করবে। আমরা কোন প্রাণহানি চাই না।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই ভয়াবহ অগ্নিকান্ডে যে ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে সরকার সব ধরণের সহযোগিতা করবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সাংবাদিকদের বলেন, নিমতলীতে অগ্নিকান্ডের ঘটনার পর চকবাজার এলাকা থেকে সকল রাসায়নিক দ্রব্যের গোডাউন ও কারখানা সরিয়ে ফেলা নির্দেশ দেয়া হয়েছিল। কিন্তু এক শ্রেণীর ব্যবসায়ী একই জায়গায় আবারও তাদের ব্যবসা চালু করে।