বাসস দেশ-৩১ : পদ্মা সেতুর অষ্টম স্প্যান বসানো হয়েছে

546

বাসস দেশ-৩১
পদ্মা সেতু-অষ্টম স্প্যান
পদ্মা সেতুর অষ্টম স্প্যান বসানো হয়েছে
শরীয়তপুর, ২০ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : শরীয়তপুরের জাজিরা প্রান্তের নাওডোবায় আজ দুপুরে পদ্মা সেতুর ৩৫ ও ৩৬ নম্বর স্তম্ভের (পিলার) ওপর অষ্টম স্প্যান বসানোর হয়েছে।
জাজিরা প্রান্তে আজ দেড়শ’ মিটার দৈর্ঘ্যরে এই স্প্যানটি বসানো হয়। এর মাধ্যমে জাজিরা প্রান্তে টানা ৭টি স্প্যান বসানো হলো। মাওয়া প্রান্তের ১টি স্প্যানসহ পদ্মা সেতুতে মোট স্প্যান বসলো ৮টি। জাজিরা প্রান্তে নতুন স্প্যান বসানোর মধ্য দিয়ে এই প্রান্তে পদ্মা সেতুর ১ হাজার ৫০মিটার অংশ দৃশ্যমান হলো। এছাড়া মাওয়া প্রান্তে ৪ ও ৫ নম্বর স্তম্ভে দেড়শ’ মিটারের আরো একটি স্প্যান আগে বসানো হয়। এ পর্যন্ত সবমিলিয়ে পদ্মা সেতুর ১ হাজার ২০০ মিটার দৃশ্যমান হলো। এই অষ্টম স্প্যান বসানোর মধ্যদিয়ে স্বপ্নের পদ্মা সেতু আরও এক ধাপ এগিয়ে গেলো।
সেতু বিভাগরে উপ-সহকারি প্রকৌশলী হুমায়ুন কবীর জানান, এর আগে ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পদ্মা সেতুর ৩৭ ও ৩৮ নম্বর পিলারের ওপর প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে সেতুর কার্যক্রম শুরু হয়। এর পর ধারাবাহিকভাবে স্বপ্নের এই পদ্মা সেতুতে একের পর এক স্প্যান বসানো হয়।
বাসস/সংবাদদাতা/এমএমবি/২১২১/এএএ