বাজিস-১২ : কাশিয়ানীর হাইশুর বৃদ্ধাশ্রমে ফল উৎসব

359

বাজিস-১২
কাশিয়ানী-উৎসব
কাশিয়ানীর হাইশুর বৃদ্ধাশ্রমে ফল উৎসব
গোপালগঞ্জ, ৩ জুন, ২০১৮ (বাসস) : প্রতি বছরের মতো এ বছরও কাশিয়ানী উপজেলার হাইশুর বৃদ্ধাশ্রমে হলো বাৎসরিক ফল উৎসব। বিভিন্ন অঞ্চল থেকে আম, কাঠাল, লিচুসহ নানা ধরনের ফল নিয়ে আসেন বৃদ্ধাশ্রমের বৃদ্ধ বাবা-মায়েদের খাওয়াতে।
তেমনি এই অনুষ্ঠানে রোববার যোগদান করেন শ্রীধাম ওড়াকান্দীর ছোট মা নামে খ্যাত শ্রীমতি সীমা দেবী ঠাকুর (কাশিয়ানী উপজেলার সাবেক চেয়ারম্যান সুব্রত ঠাকুরের মা)।
তিনি বৃদ্ধাশ্রমের বৃদ্ধ বাবা-মায়েদের জন্য শাড়ি, ধূতি, গামছা, আম, কাঁঠাল, কলা, আপেলসহ বিভিন্ন. রকমের ফল ও কিছু নগদ অর্থ প্রদান করেন।
এ সময়ে প্রখ্যাত সঙ্গীত শিল্পী নকুল কুমার বিশ্বাস এবং কাশিয়ানী উপজেলা সাব-রেজিস্টার প্রদীপ বিশ্বাসের অর্থায়নে নির্মিত একটি ঘাটলার শুভ উদ্বোধন করেন শ্রীমতি সীমা দেবী ঠাকুর।
এসময়ে তিনি বৃদ্ধাশ্রমে চলমান কয়েকটি উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন ও বৃদ্ধ বাবা-মায়েদের খোঁজ খবর নেন।
বাসস/সংবাদদাতা/মমআ/২০০০/মরপা.