সোহরাওয়ার্দী উদ্যানের ইতিহাস ঐতিহ্য সুরক্ষায় ৩শ’ কোটি টাকার প্রকল্প গ্রহণ

581

সংসদ ভবন, ১৭ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের ইতিহাস ঐতিহ্য সুরক্ষায় সরকার ৩শ’ কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছে সরকার।
আজ সংসদে জরুরি জন-গুরুতসম্পন্ন বিষয় সম্পর্কে মনোযোগ আকর্ষণ নোটিশে সরকারি দলের সদস্য শাজাহান খানের উত্থাপিত প্রশ্নে সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এ কথা জানান।
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের ইতিহাস ঐতিহ্য সংরক্ষণের লক্ষ্যে সরকার ৩শ’ কোটি টাকার একটি মাস্টারপ্ল্যান গ্রহণ করেছে। এই প্রকল্পের আওতায় এখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের স্থানটি সংরক্ষণ করা হবে। এখানে যে শিশু পার্ক রয়েছে, এই পার্কটিকেও প্রকল্পের আওতায় আধুনিকায়ন করা হবে।’
সরকারি দলের সদস্য শেখ ফজলুল করিম সেলিম ও তোফায়েল আহমেদ পরবর্তীতে একই বিষয়ে পয়েন্ট অব অর্ডারে কথা বলেন। তারা অতি দ্রুত এই ঐতিহাসিক স্থানটি সুরক্ষায় কার্যক্রম সম্পন্ন করার দাবি জানান।