বাসস ক্রীড়া-৬ : ইউরোপা: চেলসি জয় পেলেও হেরে গেছে আর্সেনাল

167

বাসস ক্রীড়া-৬
ফুটবল-ইউরোপা লীগ
ইউরোপা: চেলসি জয় পেলেও হেরে গেছে আর্সেনাল
প্যারিস, ১৫ ফেব্রুয়ারি ২০১৯ (বাসস/এএফপি) : ইউরোপা ফুটবল লীগের শেষ বত্রিশের ম্যাচে মালামোর বিপক্ষে জয় পেয়েছে ইংলিশ প্রিমিয়ার লীগ জায়ান্ট চেলসি। তবে একই রাতে অনুষ্ঠিত লীগের আরেক ম্যাচে বিএটিই বরিসভের কাছে হেরে গেছে প্রিমিয়ার লীগের আরেক জায়ান্ট আর্সেনাল।
সফরকারী চেলসি এর আগে এ্যাওয়ে ম্যাচে বড় ব্যবধানে হারের কারণে গতকাল জয় পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিল। গত রোববার ম্যানচেস্টার সিটির কাছে ৬-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত হবার আগে বোর্নমাউথ সফরে গিয়েও ৪-০ গোলে হার মেনেছিল নীল জার্সির ক্লাবটি।
তবে বৃহস্পতিবার ইউরোপার শেষ বত্রিশের ১ম লেগের ম্যাচে বেলগার্ডের ক্লাব মালামোকে ২-১ গোলে হারায় মরিজিও সারির শিষ্যরা। এই জয়ে ফলে চাপে থাকা সারি কিছুটা হলেও স্বস্তিতে ফিরেছেন।
স্বাগতিক দলের রক্ষনাত্মক ভুমিকাকে অতিক্রম করে ম্যাচের ৩০ মিনিটেই গোল করে চেলসিকে এগিয়ে দেন রস বার্কলি। ৫৮ মিনিটের সময় অলিভার গিরুদের লক্ষ্যভেদে দ্বিগুন ব্যবধানে এগিয়ে যায় প্রিমিয়ার লীগে সংগ্রামরত ক্লাবটি। ম্যাচের শেষ ভাগে ৮০ মিনিটের সময় স্বাগতিক মালামোর হয়ে একমাত্র গোলটি পরিশোধ করেন আন্দ্রেস ক্রিস্টিয়ানসেন। এর ফলে ২-১ গোলে জয় নিশ্চিত হয় চেলসির। আগামী সপ্তায় স্টামফোর্ড ব্রিজে ফিরতি লেগের ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে ক্লাব দুটি।
এদিকে আগামী সোমবার এফএ কাপের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের মোকাবেলা করবে চেলসি। এরপর ২৪ ফেব্রুয়ারি লীগ কাপের ফাইনালে ফের ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে তারা।
খেলা শেষে কোচ সারি বিটি স্পোর্টসকে বলেন,‘ ছেলেরা আত্মবিশ্বাসের সঙ্গে খেলার কারণে আমি খুবই খুশি। গত ম্যাচে ম্যানসিটির কাছে বড় ব্যবধানে পরাজিত হবার পর এই ম্যাচটি আমাদের জন্য খুব একটা সহজ ছিলনা। আমরা সব সময়েই আত্মবিশ্বাসী। তবে মাঝেমধ্যে কিছু ভুল করে দলটি। তাই প্রতিটি ম্যাচেই আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে।’
এদিকে লীগের আরেক ম্যাচে বিএটিই’র কাছে ১-০ গোলে হেরে গেছে প্রিমিয়ার লীগের আরেক জায়ান্ট ক্লাব আর্সেনাল। বেরিশ’ এ অনুষ্টিত ম্যাচের বিরতিতে যাবার ঠিক আগ মুহুর্তে গোল হজম করলেও শেষ মিনিট পর্যন্ত সেটি পরিমোধের মত অবস্থা তৈরী করতে দেখা যায়নি গানারদের। ম্যাচের ৪৫মিনিটের সময় স্বাগতিক দলের হয়ে জয়সুচক একমাত্র গোলটি করেছেন স্তানিসলাভ ড্রাগুন।
এর ফলে সর্বশেষ ৯টি এ্যাওয়ে ম্যাচের মধ্যে মাত্র দুটিতে জয় পেল উনাই এমেরির শিষ্যরা। গত সপ্তাহের শেষভাগে প্রিমিয়ার লীগের তলানীতে থাকা হাডার্সফিল্ড ও এফ এ কাপে তৃতীয় বিভাগের ক্লাব ব্লাকপোলের বিপক্ষে ছিল জয় দুটি। গতকালের হারের কারণে শেষ ষোলতে যেতে আগামী সপ্তাহে লন্ডনে ফিরতি লেগে আধিপত্য প্রতিষ্ঠা করতে হবে গানারদের।
বৃহস্পতিবার অনুষ্টিত ইউরোপা লীগের অন্য ম্যাচে রেকর্ড গোলের অধিকারী মারেক হামসিককে ছাড়াই জয় তুলে নিয়েছে নেপোলি। এফসি জুরিখকে ৩-১ গোলে হারিয়েছে সিরি এ লীগের ক্লাবটি। চীনে পাড়ি দিতে যাওয়া অধিনায়ক হামসিকের পরিবর্তে নেপোলিরএকাদশভুক্ত হয়েছেন লরেঞ্জ ইনসিগনে। পার্কফিল্ডে ভ্যালেন্সিয়ার কাছে ২-০ গোলে পরাজিত হয়ে সেল্টিকের ইউরোপীয় অভিযানেরও ইতি ঘটেছে। র‌্যাপিড ভিয়েনার বিপক্ষে ১-০ গোলের কস্টার্জিত জয় পেয়েছে সিরি এ লীগের আরেক জায়ান্ট ক্লাব ইন্টার মিলান। ম্যাচে মিলানের হয়ে পেনাল্টি থেকে একমাত্র জয়সুচক গোলটি করেছেন লটারো মার্টিনেজ।
এদিকে ২২ মিনিটে উইসাম বেনের দেয়া গোলে শেষ ষোলতে যাবার পথটি মসৃন করে নিয়েছে ৫ বারের শিরোপাধারী সেভিয়া। গতকাল রোমে তারা ১-০ গোলে হারিয়েছে ল্যাৎসিওকে। বেনিফিকা ২-১ গোলে জয় পেয়েছে গ্যালাতাসারের বিপক্ষে। গত আসরের সেমিফাইনালিস্ট সালজবার্গ এদিন প্রথমে লীড নেয়ার পরও ২-১ গোলে হেরে গেছে ক্লাব ব্রুগের কাছে । আর পুর্গগীজ রাজধানীতে ১০ জনের স্পোর্টিং লিসবন ১-০ গোলে পরাজিত হয়েছে ভিলারিয়ালের কাছে।
বাসস/এএফপি/এমএইচসি/১৭২৬/স্বব