পুলওয়ামায় হামলার তীব্র নিন্দা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

575

নয়া দিল্লি, ১৪ ফেব্রুয়ারি ২০১৯ (বাসস) : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের জম্মু কাশ্মীর রাজ্যের পুলওয়ামার অবন্তীপুরায় সিআরপিএফের কনভয় লক্ষ্য করে জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনি বলেন, ‘পুলওয়ামায় সিআরপিএফ জওয়ানদের ওপর হামলার ঘটনা নিন্দনীয়। আমি এই ধরণের কারপুরুষোচিত হামলার তীব্র নিন্দা করছি। ’
তিনি আরো বলেন, আমাদের বীর নিরাপত্তাকর্মীদের আত্মদান বিফলে যাবে না।
মোদি বলেন, ‘গোটা দেশ বীর শহিদদের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে। ’
তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।