নওগাঁ হাসপাতালে গত এক বছরে ৩ লাখ ২৫ হাজার ৭৪৪ জন রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে

675

নওগাঁ, ১০ ফেব্রুয়ারী ২০১৯ (বাসস) : নওগাঁ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা সেবার মান বৃদ্ধির কারণে এই হাসপাতালে রোগীদের সেবা গ্রহণের প্রবনতা বৃদ্ধি পেয়েছে। জেলার নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের চিকিৎসাসেবার একমাত্র প্রাণকেন্দ্র এখন নওগাঁ জেলা সদরে অবস্থিত আধুনিককৃত এই হাসপাতালটি।
যার ফলে বিগত এক বছরে নওগাঁ জেলা সদরের এই ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে মোট ৩ লাখ ২৫ হাজার ৭৪৪ জন রোগীর চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। নওগাঁ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রওশন আরা বেগম জানিয়েছেন, জানুয়ারী’১৮ হ’তে ডিসেম্বর’১৮ পর্যন্ত এই এক বছরে আন্ত:বিভাগে ২৮ হাজার ৬০৭ জন, জরুরী বিভাগে ৪০ হাজার ৪০৯ জন এবং বহির্বিভাগে ২ লাখ ৫৬ হাজার ৭২৮ জন রোগীকে সেবা প্রদান করা হয়েছে।
এই এক বছরে মাসভিত্তিক চিকিৎসা সেবা প্রদানের সংখ্যা হচ্ছে জানুয়ারী’১৮ মাসে আন্তঃবিভাগে ২ হাজার ১১৭ জন, জরুরী বিভাগে ১ হাজার ৯২০ জন ও বহিঃর্বিভাগে ১৮ হাজার ৭৯৯ জন,ফেব্রুয়ারী’১৮ মাসে আন্তঃবিভাগে ২ হাজার ৩৪৭ জন, জরুরী বিভাগে ৪ হাজার ৫৫৩ জন ও বহিঃর্বিভাগে ২০ হাজার ৯২৭ জন, মার্চ’১৮ মাসে আন্তঃবিভাগে ২ হাজার ৫৫০ জন, জরুরী বিভাগে ৫ হাজ্রা ৩৩০ জন ও বহিঃর্বিভাগে ২৩ হাজার ৬৬ জন, এপ্রিল’১৮ মাসে আন্ত:বিভাগে ২ হাজার ৩১৪ জন, জরুরী বিভাগে ৪ হাজার ৯০৩ জন ও বহিঃর্বিভাগে ২২ হাজার ৪০৭ জন, মে’১৮ মাসে আন্ত:বিভাগে ২ হাজার ৪৪৯ জন, জরুরী বিভাগে ২ হাজার ৩৯৯ জন ও বহি:র্বিভাগে ১৯ হাজার ৯০৮ জন, জুন’১৮ মাসে আন্ত:বিভাগে ২ হাজার ৩২২ জন, জরুরী বিভঅগে ২ হাজার ৭৭৯ জন ও বহি:র্বিভাগে ১৬ হাজার ৫৩২ জন, জুলাই’১৮ মাসে আন্ত:বিভাগে ২ হাজার ৩২৩ জন, জরুরী বিভাগে ৫ হাজার ৩৬ জন ও বহি:র্বিভাগে ২ হাজার ২৭১ জন, আগষ্ট’১৮ মাসে আন্ত:বিভাগে ২ হাজার ৬১৮ জন, জরুরী বিভাগে ৩ হাজার ২৯৪ জন ও বহি:র্বিভাগে ১৮ হাজার ৫৭৭ জন, সেপ্টেম্বর’১৮ মাসে আন্ত:বিভাগে ২ হাজার ১৮৭ জন, জরুরী বিভাগে ২ হাজার ৯৪২ জন ও বহি:র্বিভাগে ২৫ হাজার ১৫৫ জন, অক্টোবর’১৮ মাসে আন্ত:বিভাগে ২ হাজার ৩২৮ জন, জরুরী বিভাগে ২ হাজার ৬১৩ জন ও বহি:র্বিভাগে ২৬ হাজার ৩৩৭ জন, নভেম্বর’১৮ মাসে আন্ত:বিভাগে ২ হাজার ৫৯১ জন, জরুরী বিভাগে ২ হাজার ১৫৫ জন ও বহি:র্বিভাগে ২৩ হাজার ৬৭৭ জন এবং ডিসেম্বর’১৮ মাসে আন্ত:বিভাগে ২ হাজার ৪৬১ জন, জরুরী বিভাগে ২ হাজার ১৫৫ জন এবং বহির্বিভাগে ১৮ হাজার ৩৭২ জন।
বাসস/সংবাদদাতা/১৬৪১/মরপা