বাজিস-৮ : দিনাজপুরে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, হিজরা, দলিত, হরিজন ও বেদে সম্প্রদায়কে ভাতা প্রদান

359

বাজিস-৮
দিনাজপুর-ভাতা প্রদান
দিনাজপুরে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, হিজরা, দলিত, হরিজন ও বেদে সম্প্রদায়কে ভাতা প্রদান
দিনাজপুর ২ জুন, ২০১৮ (বাসস) : দিনাজপুরে সমাজ সেবা অধিদপ্তরের অর্থায়নে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, হিজড়া, দলিত, হরিজন, বেদে, শিক্ষা উপবৃত্তি ও চিকিৎসা খাতে ৫৫৫ জনকে ভাতা প্রদান করা হয়েছে। এতে সরকারের ৩১ লক্ষ ৮৩ হাজার ৩৫০ টাকা ব্যয় হয়েছে।
দিনাজপুর সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক স্টিফেন মুর্মু জানান, বর্তমান সরকারের গ্রহীত পদক্ষেপ অনুযায়ী প্রত্যেক মাসে তালিকাভুক্ত শ্রেণী অনুযায়ী ব্যক্তি ও মহিলাদের মধ্যে ভাতা প্রদান কার্যক্রম চলমান রয়েছে। এই কার্যক্রমের আওতায় আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে ভাতা বিতরণ করা হয়।
জাতীয় সংসদের হুইপ এম. ইকবালুর রহিম এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাতা গ্রহীতাদের মধ্যে টাকা বিতরণ করেন। জেলা প্রশাসক ড. আ ন ম আবদুছ ছবুর এর সভাপতিত্বে প্রধান অতিথি হুইপ ইকবালুর রহিম এমপি ছাড়াও বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ হামিদুল আলম, সমাজ সেবা অধিদপ্তরের ষ্টিফেন মুর্মু, শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজুসহ প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন শহর সমাজ সেবা কর্মকর্তা মইনুল ইসলাম।
বাসস/সংবাদদাতা/মমআ/১৯৩০/মরপা