বাসস ক্রীড়া-৮ : ইংল্যান্ডের বিপক্ষে শক্ত অবস্থানে বাংলাদেশ

353

বাসস ক্রীড়া-৮
ক্রিকেট-অনূর্ধ্ব-১৯
ইংল্যান্ডের বিপক্ষে শক্ত অবস্থানে বাংলাদেশ
চট্টগ্রাম, ৮ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : সফরকারী ইংল্যান্ডের (অ-১৯) বিপক্ষে চার দিনের ম্যাচের প্রথম ইনিংসে শক্ত অবস্থানে স্বাগতিক বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। দ্বিতীয় দিন শেষে ৫ উইকেট হাতে নিয়ে মাত্র ১৪ রানে পিছিয়ে বাংলাদেশের যুবারা। প্রথম ইনিংসে ২৮০ রানে অলআউট হয় ইংল্যান্ড। নিজেদের ইনিংসে দ্বিতীয় দিন শেষে ৫ উইকেটে ২৬৬ রান করে বাংলাদেশ।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় ইংল্যান্ড। প্রথম দিন শেষে ৮ উইকেটে ২৬১ রান করেছিলো তারা। দ্বিতীয় দিন ২৮০ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড।
প্রতিপক্ষকে গুটিয়ে দিয়ে নিজেদের ইনিংস শুরু করে দলীয় ১২ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। তবে এরপরের চার ব্যাটসম্যানই রান পেয়েছেন। তিন জন হাফ-সেঞ্চুরির স্বাদ পেলেও ৪৯ রানে ফিরে যান ওপেনার অমিত হাসান।
হাফ-সেঞ্চুরি পেয়ে পারভেজ হোসেন ইমন ৬২ ও তৌহিদ হৃদয় ৬১ রান করেন। তবে অধিনায়ক আকবর আলী ৫৬ রানে অপরাজিত আছেন।
বাসস/এএসজি/এএমটি/১৯৩৫/স্বব