বাসস ক্রীড়া-৬ : বিপিএলের ফাইনালে কুমিল্লার বিপক্ষে টস জিতে ফিল্ডিং-এ ঢাকা

292

বাসস ক্রীড়া-৬
ক্রিকেট-বিপিএল
বিপিএলের ফাইনালে কুমিল্লার বিপক্ষে টস জিতে ফিল্ডিং-এ ঢাকা
ঢাকা, ৮ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসরের ফাইনালে টস জিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে প্রথমে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ডায়নামাইটস। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ফাইনাল ম্যাচটি।
লিগ পর্বে ১২ খেলায় ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থেকে প্লে-অফে ওঠে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এরপর প্রথম কোয়ালিফাইয়ার ম্যাচে গেল বছরের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালে উঠে দলটি।
অপরদিকে, লিগ পর্বে ১২ খেলায় ১২ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে থেকে প্লে-অফে উঠে ঢাকা ডায়নামাইটস। চতুর্থস্থান পাওয়ায় একমাত্র এলিমিনেটর ম্যাচে চিটাগং ভাইকিংসকে ৬ উইকেটে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফাইয়ারে খেলার যোগ্যতা অর্জন করে ঢাকা। এরপর দ্বিতীয় কোয়ালিফাইয়ারে রংপুরকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে উঠে ঢাকা।
ঢাকা একাদশ : সাকিব , নুরুল হাসান সোহান, উপুল থারাঙ্গা, সুনিল নারাইন, রনি তালুকদার, রুবেল হোসেন, শুভাগত হোম, কাজি অনিক, মাহমুদুল হাসান লিমন, আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ড
কুমিল্লা একাদশ : ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, তামিম, সাইফ উদ্দিন, সঞ্জিত সাহা, শামসুর রহমান, মেহেদি হাসান, ওয়াহাব রিয়াজ, এভিন লুইস, শহিদ আফ্রিদি, থিসারা পেরেরা।
বাসস/এএসজি/এএমটি/১৮৫৫/স্বব