প্রধানমন্ত্রী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন থাই জান্তা প্রধান

384

ব্যাংকক, ৮ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস ডেস্ক) : থাই জান্তা প্রধান প্রয়ুত চ্যান-ও-চা শুক্রবার বলেছেন, তিনি মার্চ মাসে দেশটিতে অনুষ্ঠেয় প্রধানমন্ত্রী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
তার এই সিদ্ধান্তের ফলে ক্যুয়ের মাধ্যমে ক্ষমতা দখলের পর সেনাবাহিনী চার বছরের বেশি সময় রাজনীতির উপর যে প্রভাব বিস্তার করেছে মার্চ মাসের ওই নির্বাচনে তা বজায় থাকবে বলে মনে করা হচ্ছে।
খবর এএফপি’র।
প্রায়ুত বলেন, ‘ফালাং প্রাচারাত পার্টির আমন্ত্রণ গ্রহণ করতে আমি প্রস্তুত রয়েছি। তারা ওই নির্বাচনে প্রধানমন্ত্রী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে আমাকে মনোনয়ন দেবে।’