বাসস দেশ-২৯ : ভুয়া প্রশ্নপত্র সরবরাহকারী প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার

329

বাসস দেশ-২৯
অভিযান-গ্রেফতার
ভুয়া প্রশ্নপত্র সরবরাহকারী প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার
ঢাকা, ৬ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : জয়পুরহাটের সদর থানাধীন বৈরাগীর মোড় এলাকা থেকে ভুয়া প্রশ্নপত্র সরবরাহকারী প্রতারক চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব।
গ্রেফতারকৃতরা হচ্ছে- ধ্রুব দাস (১৭), মো. আরমান অভি (১৭), অর্ণব খন্দকার (১৬) ও দ্বীপ দাস (১৬)। র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের একটি দল মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
র‌্যাব জানিয়েছে, এই প্রতারকচক্রের সদস্যরা অনলাইনে ভূয়া একাউন্ট খুলে বিভিন্ন পরীক্ষার ভূয়া প্রশ্নপত্র সরবরাহ করতো এবং তারা ভালো রেজাল্ট করানোর নামে টাকা হাতিয়ে নিতো।
র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা অনলাইনে ভূয়া একাউন্ট খুলে ভূয়া প্রশ্নপত্র প্রদানের মাধ্যমে ভালো রেজাল্ট করানোর নামে সাধারণ ছাত্র-ছাত্রীদের কাছ থেকে টাকা আদায় করতো বলে স্বীকার করেছে। গ্রেফতারকৃত ওই প্রতারকদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পঁচিশ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বাসস/সবি/এমএমবি/২০১৫/এএএ