বাসস দেশ-২৬ : জাতীয় পার্টির প্রার্থী শাফিন আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

296

বাসস দেশ-২৬
ডিএনসিসি-জাপা-প্রার্থী
জাতীয় পার্টির প্রার্থী শাফিন আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা
ঢাকা, ৬ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) উপনির্বাচনে জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী শাফিন আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচনী ট্রাইব্যুনাল।
এর আগে বাছাইয়ে ঋণ খেলাপির দায়ে এ সিটি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম শাফিন আহমদের মনোনয়নপত্র বাতিল করেন।
পরবর্তীতে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নির্বাচনি ট্রাইব্যুনালে আপিল দায়ের করেন শাফিন।
শুনানী শেষে আজ তিনি মনোনয়ন ফেরত পান। রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম আপিলে শাফিনের প্রার্থিতা ফেরত পাওয়ার বিষয়টি সাংবাদিকদের জানান।
তফসিল অনুযায়ী এ সিটিতে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৯ ফেব্রুয়ারি, প্রতীক বরাদ্দ ১০ ফেব্রুয়ারি এবং ভোটগ্রহণ করা হবে ২৮ ফেব্রুয়ারি।
বাসস/এএসজি/এমএসএইচ/২০০৫/-এবিএইচ