বাসস ক্রীড়া-১৪ : র‌্যাংকিং-এ উন্নতি কামিন্স-স্টার্ক-হোল্ডারদের

272

বাসস ক্রীড়া-১৪
ক্রিকেট-র‌্যাংকিং
র‌্যাংকিং-এ উন্নতি কামিন্স-স্টার্ক-হোল্ডারদের
দুবাই, ৫ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : বোলিং টস্ট র‌্যাংকিং তালিকায় চোখে পড়ার মত উন্নতি হয়েছে অস্ট্রেলিয়ার দুই পেসার প্যাট কামিন্স-মিচেল স্টার্ক ও ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডারের। ক্যারিয়ার সেরা র‌্যাংকিং-এর পৌছেছেন কামিন্স ও হোল্ডার।
ইংল্যান্ডের পেসার জেমস এন্ডারসনকে সরিয়ে র‌্যাংকিং-এ দ্বিতীয়স্থানে উঠে এসেছেন কামিন্স। সদ্য শেষ হওয়া শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১৪ উইকেট নিয়েছেন তিনি। ব্রিজবেনে প্রথম টেস্টে ১০ ও ক্যানবেরাতে দ্বিতীয় ম্যাচে ৪ উইকেট শিকার করেন কামিন্স। সিরিজের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন তিনি। দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে র‌্যাংকিং-এ উন্নতিও হয় কামিন্সের।
শ্রীলংকার বিপক্ষে সিরিজে দুর্দান্ত পারফরমেন্স করেছেন স্টার্কও। দুই টেস্টে ১২ উইকেট নেন তিনি। ব্রিজবেনে ২ উইকেট নিলেও, ক্যানবেরাতে ১০ উইকেট নেন স্টার্ক। ক্যানবেরা টেস্টের সেরা খেলোয়াড়ও হন তিনি। ১০ ধাপ এগিয়ে ১৫তম স্থানে উঠে এসেছেন স্টার্ক।
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টেস্টে ৭ উইকেট নেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক হোল্ডার। ফলে বোলারদের র‌্যাংকিং-এ চার ধাপ এগিয়ে ষষ্ঠস্থানে জায়গা করে নেন হোল্ডার।
আইসিসি টেস্ট র‌্যাংকিং-এ বোলারদের তালিকায় শীর্ষে রয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা। ৮৮২ রেটিং সংগ্রহে আছে রাবাদা।
বাসস/এএমটি/১৯১৫/স্বব