বাসস সংসদ-৫ : ডিএসসিসির নতুন ১৮ ওয়ার্ডে বর্জ্য ফেলতে এসটিএস স্থাপন করা হবে : তাজুল ইসলাম

310

বাসস সংসদ-৫
বর্জ্য-স্টেশন
ডিএসসিসির নতুন ১৮ ওয়ার্ডে বর্জ্য ফেলতে এসটিএস স্থাপন করা হবে : তাজুল ইসলাম
সংসদ ভবন, ৫ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নতুন অন্তর্ভুক্ত ১৮ ওয়ার্ডে বর্জ্য ফেলতে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) স্থাপন করা হবে।
আজ সংসদে সরকারি দলের সদস্য হাবিবুর রহমান মোল্লার এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এ কথা জানান।
মন্ত্রী জানান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন অন্তর্ভুক্ত ১৮টি ওয়ার্ডে বর্জ্য ব্যবস্থাপনা সেবা প্রদানের লক্ষ্যে একটি প্রকল্প প্রস্তাব প্রণয়ন করা হয়েছে।
তিনি জানান, এই প্রকল্পের আওতায় প্রতিটি ওয়ার্ডে একটি করে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন নির্মাণসহ অন্যান্য অবকাঠামো উন্নয়নের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
বাসস/এমএসএইচ/১৯২০/বেউ/-অমি