সারাদেশে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত

414

ঢাকা, ২ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : ‘সুস্থ-সবল জাতি চাই পুষ্টিসম্মত নিরাপদ খাদ্যের বিকল্প নাই’Ñ এ প্রতিপাদ্য নিয়ে সারাদেশে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে।এ সংক্রান্ত বাসস’র প্রতিবেদকদের পাঠানো খবরগুলো:
ব্রাহ্মণবাড়িয়া: ‘পুষ্টিসম্মত নিরাপদ খাদ্যের বিকল্প নাই’Ñ এই প্রতিপাদ্য সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে। আজ শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত উদদৌলা খান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাহেদুল ইসলামের সভাপতিত্বে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দুররেশাহনেওয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ, জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা সুবীর নাথ চৌধুরী।
চাঁদপুর: ‘সুস্থ-সবল জাতি চাই পুষ্টিসম্মত নিরাপদ খাদ্যের বিকল্প নাই’Ñ এ শ্লোগান নিয়ে জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০১৯ উপলক্ষে চাঁদপুরের জেলা প্রশাসন ও জেলা খাদ্য অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে চাঁদপুর সার্কিট হাউজ এলাকা থেকে একটি র‌্যালি বের হয়ে জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান বলেছেন, আমাদের মৌলিক ৫টি চাহিদার মধ্যে খাদ্য অন্যতম। সরকার জনগণকে নিরাপদ খাদ্য প্রদানে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।
জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মোখলেছুর রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন চাঁদপুর সিএসডি’র ব্যবস্থাপক সালমা আক্তার।
খাগড়াছড়ি : ‘সুস্থ সবল জাতি চাই,পুষ্ঠি সম্মত নিরাপদ খাদ্যের বিকল্প নেই’Ñ এ শ্লোগানে সারাদেশের মত খাগড়াছড়ি পার্বত্য জেলায়ও নিরাপদ খাদ্য দিবস পালন করা হয়েছে।
শনিবার সকালে এ উপলক্ষে টাউন হল চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপুর্ণ সড়ক পদক্ষিণ শেষে জেলা প্রশাসেকর সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ব্যবসায়ী লিয়াকত আলী চৌধুরী, চেম্বারের সদস্য সুদর্শন দত্ত, ক্যাব’র সভাপতি আবু তাহের মুহাম্মদ, জেলা খাদ্য কর্মকর্তা আশরাফুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক এটিএম কাওছার হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাহউদ্দিন।
কুষ্টিয়া : ‘সু¯্য’ সবল জাতি চাই, পুষ্টিসম্মত নিরাপদ খাদ্যের বিকল্প নাই’ এ শ্লোগানের মধ্য দিয়ে কুষ্টিয়ায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০১৯ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক আসলাম হোসেন। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক তরফদার সোহেল রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. রওশন আরা বেগম, কুষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিভূতি ভূষন সরকার, কুষ্টিয়া জেলা স্কুলের প্রধান শিক্ষক ইফতেরাখুল ইসলাম, জেলা বিএমএর সাধারণ সম্পাদক ডা. আমিনুল হক রতন, জেলা খাদ্যনিয়ন্ত্রন কর্মকর্তা মনোয়ার হোসেন
লক্ষ্মীপুর : ‘সুস্থ সবল জাতি চাই, পুষ্টিসম্মত নিরাপদ খাদ্যের বিকল্প নাই’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কালেক্টরেট প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও জেলা খাদ্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রিয়াজুল কবির, জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মো. সফিউজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শাজাহান আলি, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা. আশফাকুর রহমান মামুন, জেলা খাদ্য কর্মকর্তা মো. সাহেদ উদ্দিন আহমেদ, হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
মাগুরা: ‘সুস্থ-সবল জাতি চাই, পুষ্টিসম্মত নিরাপদ খাদ্যের বিকল্প নাই’ প্রতিপাদ্য নিয়ে মাগুরায় আজ শনিবার জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে জেলা খাদ্য বিভাগের সহায়তায় মাগুরা জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট চত্বর থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কালেক্টরেট চত্বর এসে শেষ হয়। র‌্যালিতে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফরিদ হোসেন, জেলা খাদ্য কর্মকর্তা শেখ মঈনুল হোসেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বাসুদেব কুন্ডু, মাগুরার পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট কামাল হোসেনসহ বিভিন্ন সরকারি বে-সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
নড়াইল : ‘সুস্থ-সবল জাতি চাই, পুষ্টিসম্মত নিরাপদ খাদ্যের বিকল্প নাই’ এ শ্লোগানকে সামনে নিয়ে নড়াইলে পালিত হল জাতীয় নিরাপদ খাদ্য দিবস। শনিবার দিবসটি পালন উপলক্ষে নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি, আলোচনা সভা ও নিরাপদ খাদ্য ও ভেজাল বিরোধী উদ্বুদ্ধকরণ প্রামান্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‌্যালি শুরু হয়ে শহরের প্রদান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা বক্তব্য রাখেন জেলা প্রশাসক আনজুমান আরা, স্থানীয় সরকার বিভাগ নড়াইলের উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) মো. ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহবুবুর রশীদ, জেলা খাদ্য কর্মকর্তা মনোতোষ কুমার বিশ্বাস প্রমুখ।
শরীয়তপুর : ‘সুস্থ সবল জাতি চাই, পুষ্টিসম্মত নিরাপদ খাদ্যের বিকল্প নাই’ এই প্রতিপাদ্যে শরীয়তপুরে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে।
শরীয়পতুর জেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকাল সাড়ে ১০টায় দিবস উপলক্ষ্যে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক কাজী আবু তাহেরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হানভীর হায়দার, শরীয়তপুর সদর উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা. আব্দুস সোবাহান।
শেরপুর : ‘সুস্থ সবল জাতি চাই, পুষ্টিসম্মত খাদ্যের বিকল্প নাই’ এ প্রতিপাদ্য নিয়ে শেরপুরে জাতীয় খাদ্য নিরাপত্তা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহযোগিতায় জেলা কালেক্টরেট চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক জন কেনেডি জাম্বিল।
জেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল কাদেরের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মোবারক হোসেন, জেলা খামারবাড়ির অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মো. আক্তারুজ্জামান, শিক্ষক আইয়ুব আলী, ইউনিয়ন খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার রুকনুজ্জামান খোকন প্রমুখ।