বাসস ক্রীড়া-১৬ : চিটাগং’এর বিপক্ষে সিলেটের সংগ্রহ ৫ উইকেটে ১৬৫ রান

305

বাসস ক্রীড়া-১৬
ক্রিকেট-বিপিএল
চিটাগং’এর বিপক্ষে সিলেটের সংগ্রহ ৫ উইকেটে ১৬৫ রান
ঢাকা, ১ ফেব্রুয়ারি ২০১৯ (বাসস) : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসরের ৪০তম ও আজ দিনের দ্বিতীয় ম্যাচে চিটাগং ভাইকিংসের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১৬৫ রান করেছে সিলেট সিক্সার্স।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচে ব্যাট হাতে ভালো শুরু করতে পারেনি সিলেট। ৩৭ রানের মধ্যে ২ উইকেট হারায় তারা। তবে ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে ফ্লেচারের হাফ-সেঞ্চুরির সাথে মিডল-অর্ডার দুই ব্যাটসম্যান সাব্বির রহমান ও পাকিস্তানের মোহাম্মদ নাওয়াজের ছোট-ছোট ইনিংসে বড় স্কোরের পথ পেয়ে যায় সিলেট।
সাব্বির ২৫ বলে ৩২ ও নাওয়াজ ২টি চার ও ৩টি ছক্কায় ১৯ বলে ৩৪ রান করেন। তবে হাফ-সেঞ্চুরি করা ফ্লেচার ৫৩ বলে ৬৬ রানের নান্দনিক ইনিংস খেলেন। তার ইনিংসে ৬টি চার ও ২টি ছক্কা ছিলো। ফলে ৫ উইকেটে ১৬৫ রানের সংগ্রহ পায় সিলেট। চিটাগং-এর দক্ষিণ আফ্রিকার খেলোয়াড় হার্দাস ভিলিওয়েন ২৯ রানে ৪ উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর :
সিলেট সিক্সার্স : ১৬৫/৫, ২০ ওভার (ফ্লেচার ৬৬, নাওয়াজ ৩৪, ভিলজিওন ৪/২৯)।
বাসস/এএসজি/এএমটি/২১১৫/স্বব