বাসস দেশ-১৭ : বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের বিস্ময় : স্পিকার

303

বাসস দেশ-১৭
স্পিকার-নাগরিক-সভা
বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের বিস্ময় : স্পিকার
মাদারীপুর, ১ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের বিস্ময়। প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে বাকি দিনগুলোতে উন্নয়ন কর্মকান্ড পরিপূর্ণ বাস্তবায়নের মধ্যে দিয়ে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে।
আজ শিবচর উপজেলার চৌধুরী ফাতেমা বেগম পৌর অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সভায় প্রধান অতিথির বক্তৃতায় স্পিকার এসব কথা বলেন।
তিনি বলেন, ৩০ জানুয়ারি ভোট বিপ্লবের মাধ্যমে জনগণ সরকারের ওপর আস্থা রেখেছে। জনগণের প্রত্যাশা পূরণে ও সংসদীয় গণতন্ত্র আরও সুসংহত করতে একাদশ সংসদ ভূমিকা রাখবে।
মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য চীফ হুইপ নূর ই আলম চৌধুরী , হুইপ মোঃ আতিউর রহমান আতিক, ইকবালুর রহিম, মাহবুব আরা বেগম গিনি, সামশুল হক চৌধুরী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ রেজাউল করিম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন পৌর মেয়র আওলাদ হোসেন খান।
এর আগে স্পিকার শিবচর উপজেলার দত্তপাড়ায় চীফ হুইপ নূর ই আলম চৌধুরীর পিতা ইলিয়াস আহমেদ চৌধুরীর কবর জিয়ারত করেন এবং মোনাজাতে শরীক হন।
পরে তিনি শিবচর উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, শিবচরের উন্নয়ন একটি মডেল যা দেশের অন্যান্য অঞ্চল অনুসরণ করতে পারে।
বাসস/সবি/এমএন/২০৩০/জেহক