বাসস দেশ-৩৪ : এসএসসি পরীক্ষা কেন্দ্রের দুইশ’গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষেধ

560

বাসস দেশ-৩৪
পরীক্ষা-ডিএমপি-বিধি-নিষেধ
এসএসসি পরীক্ষা কেন্দ্রের দুইশ’গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষেধ
ঢাকা, ৩০ জানুয়ারি ২০১৯ (বাসস) : এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য পরীক্ষা কেন্দ্রের দুইশ’ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া অন্য কেউ থাকতে পারবে না বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ(ডিএমপি)।
বুধবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ক্ষমতাবলে এই আদেশ জারি করেছেন ডিএমপি কমিশনার মো: আছাদুজ্জামান মিয়া।
আদেশে বলা হয়, আগামী শনিবার ২ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা ঢাকা মহানগরীর বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষা চলাকালীন কেন্দ্রগুলোর দুইশ’ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের অনধিকার প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য ডিএমপি এই আদেশ জারি করেছে। এই আদেশ আগামী ২ ফেব্রুয়ারি থেকে পরীক্ষার দিনগুলোতে বলবৎ থাকবে।
বাসস/সবি/এমএমবি/২১৩০/এবিএইচ