বাসস দেশ-২৯ : এদেশের ইতিহাস ও রোজ গার্ডেনের ইতিহাস অঙ্গাঙ্গিভাবে জড়িত : সংস্কৃতি প্রতিমন্ত্রী

291

বাসস দেশ-২৯
সংস্কৃতি প্রতিমন্ত্রী- রোজ গার্ডেন
এদেশের ইতিহাস ও রোজ গার্ডেনের ইতিহাস অঙ্গাঙ্গিভাবে জড়িত : সংস্কৃতি প্রতিমন্ত্রী
ঢাকা, ৩০ জানুয়ারি, ২০১৯ (বাসস) : সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, রোজ গার্ডেনের ঐতিহাসিক মূল্য রয়েছে।
তিনি বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের সৃষ্টি এ রোজ গার্ডেন থেকে। এদেশের ইতিহাস ও রোজ গার্ডেনের ইতিহাস অঙ্গাঙ্গিভাবে জড়িত।’
প্রতিমন্ত্রী আজ বুধবার রাজধানীর টিকাটুলি কে এম দাস লেন রোডে অবস্থিত রোজ গার্ডেন প্যালেস পরিদর্শনকালে এসব কথা বলেন।
কে এম খালিদ বলেন, গত বছরের অক্টোবর মাসে প্যালেসটির মালিকানা সরকার বুঝে পেয়েছে। ভবনটির মালিক লায়লা রকিব ভবনটিকে যে সুন্দরভাবে সংরক্ষণ করেছেন, তা এককথায় অবিশ্বাস্য।
প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক-নির্দেশনা অনুযায়ী রোজ গার্ডেনে ঢাকা নগর জাদুঘর স্থাপনের পরিকল্পনা রয়েছে। ঐতিহাসিক এ ভবনটিকে সুন্দরভাবে সংরক্ষণের জন্য যা যা করা প্রয়োজন তার সবই করবে সরকার।’
পরিদর্শনকালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল, অতিরিক্ত সচিব নিজাম উদ্দিন এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক আলতাফ হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বাসস/তবি/কেসি/১৯২৫/এমকে