বাসস ক্রীড়া-১৭ : দল নির্বাচনের ক্ষমতা হারালেন হাথুরু

340

বাসস ক্রীড়া-১৭
শ্রীলংকা-হাথুরু
দল নির্বাচনের ক্ষমতা হারালেন হাথুরু
সিডনি, ৩০ জানুয়ারি, ২০১৯(বাসস/এএফপি) : স্বাগতিক অস্ট্রেলিযার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের প্রস্তুতিতে বুধবার আরেকটা ধাক্কা খেল শ্রীলংকা। এ দিন দল নির্বাচনে কোচ চন্ডিকা হাথুরুসিংহের ক্ষমতা কেড়ে নেয়া হয়েছে এবং ব্যাটিং কোচ ব্যক্তিগত কারণে দেশে ফিরে গেছেন।
শ্রীলংকা ক্রিকেটের (এসএলসি) গভর্নিং বডির পক্ষ থেকে বলা হয়েছে, সফরে দল নির্বাচনের প্যানেল থেকে আনুষ্ঠানিকভাবে হাথুরুর ক্ষমতা কেড়ে নেয়া হয়েছে। অবশ্য খেলোয়াড়দের বিষয়ে এখনো তার একটা ভূমিকা রয়েছে।
কেন এমন সিদ্ধান্ত নেয়া সে বিষয়ে বিস্তারিত উল্লেখ না করে এসএলসি এক বিবৃতিতে জানায়, ‘যে কোন দল নির্বাচনে টিম ম্যানেজার, অধিনায়ক এবং নির্বাচস কমিটির সদস্যরা অগ্রণী ভূমিকা পালন করবে।’
বিবৃতিতে আরো বলা হয়Ñ ‘পারিবারিক কারণে’ ব্যাটিং কোচ জন লুইস দেশে ফিরছেন এবং তার পরিবর্তে অস্ট্রেলিয়ায় যাচ্ছেন আবিস্কা গুনবর্ধেনা।
ব্রিজবেনে প্রথম টেস্টে ইনজুরিতে পড়ে দুই বোলার লাহিরু কুমারা এবং দুশমন্ত চামিরা দেশে ফেরার পর এ খবর এলো।
বাসস/এএফপি/স্বব/১৮৫২/মোজা/এএমটি