বাসস ক্রীড়া-১৫ : বিপিএল দেখলো হ্যাট্টিকের হ্যাট্টিক

301

বাসস ক্রীড়া-১৫
ক্রিকেট-বিপিএল
বিপিএল দেখলো হ্যাট্টিকের হ্যাট্টিক
চট্টগ্রাম, ৩০ জানুয়ারি ২০১৯ (বাসস) : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসর হ্যাট্টিকের হ্যাট্টিক দেখলো। চলমান আসরে বোলাররা তৃতীয় হ্যাট্টিক করলেন।
আজ টুর্নামেন্টের ৩৭তম ম্যাচে চিটাগং ভাইকিংসের বিপক্ষে হ্যাট্টিক করেন ঢাকা ডায়নামাইটসের ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড় আন্দ্রে রাসেল। চিটাগং-এর ব্যাটিং ইনিংসের শেষ ওভারের প্রথম তিন বলে মুশফিকুর রহিম, ক্যামেরন ডেলপোর্ট ও দাসুন শানাকাকে শিকার করে হ্যাট্টিক পূর্ণ করেন রাসেল। এবারের আসরে এটি তৃতীয় হ্যাট্টিক।
এরআগে এবারের আসরে প্রথম হ্যাট্টিক করেছিলেন ঢাকা ডায়নামাইটসের আলিস আহমেদ। নিজেদের অভিষেক ম্যাচেই হ্যাট্টিক করেন এই স্পিনার। এরপর ষষ্ঠ আসরে দ্বিতীয় হ্যাট্টিক করেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পাকিস্তানী খেলোয়াড় ওয়াহাব রিয়াজ। খুলনা টাইটান্সের বিপক্ষে হ্যাট্টিক করেছিলেন রিয়াজ।
চলতি আসরের আগে বিপিএলে দু’বার হ্যাট্টিকের ঘটনা ঘটে। ২০১২ সালে বিপিএলের প্রথম হ্যাট্টিক করেন দুরুন্ত রাজশাহীর পাকিস্তানী খেলোয়াড় মোহাম্মদ সামি। ২০১৫ সালে বরিশাল বুলসের হয়ে হ্যাট্টিক করেন আল আমিন হোসেন।
অর্থাৎ, বিপিএলে এখন পর্যন্ত পাঁচটি হ্যাট্টিক করলেন বোলাররা।
বাসস/এএমটি/১৮৪০/মোজা/স্বব