বাসস দেশ-৩৮ : দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে সবাইকে একযোগে কাজ করতে হবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাসেল

542

বাসস দেশ-৩৮
ক্রীড়া প্রতিমন্ত্রী- বিকেএসপি
দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে সবাইকে একযোগে কাজ করতে হবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাসেল
ঢাকা, ২৮ জানুয়ারি, ২০১৯ (বাসস) : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে সবাইকে একযোগে কাজ করতে হবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে দুর্নীতি মুক্ত রাখতে আমরা অঙ্গিকারাবদ্ধ। এখানে কেউ দুর্নীতি করলে করলে তার কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
আজ সোমবার বিকেলে সাভারের আশুলিয়ায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপিতে) প্রমিলা প্রশিক্ষণার্থীদের ক্রীড়ার উন্নয়ন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
বিকেএসপিকে আরও আধুনিকায়ন করার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এখানে যাতে নতুন নতুন ভালো খেলোয়াড় তৈরি করা যায় তার উদ্যোগ নিতে হবে। নির্বাচনী ইশতেহারে যুব ও ক্রীড়া বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।
এ সময় প্রতিমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আনিছুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে বিকেএসপির প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাসস/সবি/এমএআর/২০৪০/জেজেড