বাসস ক্রীড়া-২০ : রংপুরের বিপক্ষে ঢাকার সংগ্রহ ৬ উইকেটে ১৮৬ রান

590

বাসস ক্রীড়া-২০
ক্রিকেট-বিপিএল
রংপুরের বিপক্ষে ঢাকার সংগ্রহ ৬ উইকেটে ১৮৬ রান
চট্টগ্রাম, ২৮ জানুয়ারি, ২০১৯ (বাসস) : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসরের ৩৪তম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৮৬ রান করেছে ঢাকা ডায়নামাইটস।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ম্যাচে ব্যাট হাতে সতর্কতার সাথে শুরু করে ঢাকার দুই ওপেনার হয়রতউল্লাহ জাজাই ও সুনীল নারাইন। রংপুরের বোলারদের নিয়ন্ত্রিত বোলিং-এ ৩১ বল মোকাবেলা করে ৩৫ রান যোগ করেন জাজাই ও নারাইন। তবে দলীয় ৫১ রানের মধ্যে জাজাই ১৭ ও নারাইন ২৮ রান করে ফিরেন।
এরপর ৫৪ রানের জুটি গড়েন রনি তালুকদার ও অধিনায়ক সাকিব আল হাসান। রনি ৬টি চার ও ১টি ছক্কায় ৩২ বলে ৫২ রান করে করেন। ১২ বলে ৪টি চারে ২৫ রান তুলে আউট হন সাকিব।
ব্যাট হাতে এ ম্যাচে জ্বলে উঠতে পারেননি ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল। ৮ বলে ১৪ রান করে ফিরেন তিনি। ১৪তম ওভারের মধ্যে রাসেলের বিদায়ের পরও আরেক ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড শেষ দিকে ঝড়ো ইনিংস খেলেন। ৫টি চার ও ১টি ছক্কায় ২৩ বলে অপরাজিত ৩৭ রান করেন। ফলে ৬ উইকেটে ১৮৬ রানের সংগ্রহ পায় ঢাকা। রংপুরের ফরহাদ রেজা ২ উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর :
ঢাকা ডায়নামাইটস : ১৮৬/৬, ২০ ওভার (রনি ৫২, পোলার্ড ৩৭*, ফরহাদ ২/৩২)।
বাসস/এএমটি/২০৩০/স্বব