বাসস দেশ-৩৭ : গাইবান্ধা-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী মো. ইউনুস আলী সরকার নির্বাচিত

509

বাসস দেশ-৩৭
গাইবান্ধা-নির্বাচন
গাইবান্ধা-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী মো. ইউনুস আলী সরকার নির্বাচিত
গাইবান্ধা, ২৭ জানুয়ারি, ২০১৯ (বাসস) : একাদশ জাতীয় সংসদের গাইবান্ধা-৩ আসনের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. ইউনুস আলী সরকার নৌকা প্রতীকে এক লাখ ২১ হাজার ১৬৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
আজ সন্ধ্যায় জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. আব্দুল মতিন এই ফলাফল ঘোষণা করেন।
আজ সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়।
নির্বাচনে জাতীয় পার্টির দিলারা খন্দকার লাঙ্গল প্রতীকে ২৪ হাজার ৩৮৫ ভোট পেয়েছেন। অন্যান্যের মধ্যে জাসদের এসএম খাদেমুল খুদি মশাল প্রতীকে পেয়েছে ১১ হাজার ৬৩০ ভোট।
একাদশ সংসদ নির্বাচনে এ আসনের ঐক্যফ্রন্ট সমর্থিত ধানের শীষের প্রার্থী জাপার (জাফর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরী ২০ ডিসেম্বর ইন্তেকাল করেন। ফলে ইসি নির্বাচন স্থগিত করে গত ২৩ ডিসেম্বর পুনঃতফসিল ঘোষণা করেন।
বাসস/সংবাদদাতা/এমএআর/২২২৮/বেউ/-এইচএন